West Bengal Panchayat Elections 2023: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মেদিনীপুরে বহিষ্কার ২৭ জন শাসকদলের কর্মী
West Bengal Panchayat Elections 2023: মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ ও কেশিয়ারিতে তৃণমূল নেতা কর্মীদের বহিষ্কার করেছে দল। দু'জায়গাতেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবর বারবার সামনে এসেছে। শাসকনেতৃত্বের কাছে মূলত দুটি লক্ষ্য, নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দলকে সামাল দেওয়া ও সাংগঠনিক ভিতকে মজবুত করা।
মেদিনীপুর: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মেদিনীপুরের বহিষ্কার করা হয়েছে ২৭ জন কর্মীকে। মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানিয়েছে। যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই আবার নির্দল হয়ে ভোটে লড়ছেন। দলে থেকে সেই সমস্ত গোঁজ প্রার্থীদের কেউ কেউ সমর্থন করছেন বলে দল অন্দরে খবর। তাঁদেরও অনির্দিষ্টকালের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে শাসকদল।
মেদিনীপুরে দলের তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরার বক্তব্য, “এতদিন অপেক্ষা করার পরেও যাঁরা দলের নির্দেশকে অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করছে, তাঁদের বিরুদ্ধে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। রাজ্যের অনুমোদন আসার পর কয়েকজন ব্লক, বুথ, অঞ্চল স্তরের নেতৃত্বকে বহিষ্কার করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হচ্ছে।”
মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ ও কেশিয়ারিতে তৃণমূল নেতা কর্মীদের বহিষ্কার করেছে দল। দু’জায়গাতেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের খবর বারবার সামনে এসেছে। শাসকনেতৃত্বের কাছে মূলত দুটি লক্ষ্য, নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দলকে সামাল দেওয়া ও সাংগঠনিক ভিতকে মজবুত করা। এই কড়া পদক্ষেপের একটাই কারণ, আগামী দিনে দলের নীচু স্তরের কর্মীদের মধ্যে একটা বার্তা পৌঁছানো। দলে থেকে দলবিরোধী কাজ করা যাবে না। উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচি থেকেও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, যদি কেউ টিকিট না পাওয়ার কারণে, নির্দল হয়ে লড়বেন, পরে তাঁর ফের দলে ফেরার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। এটাও দলের প্রত্যেক কর্মীর কাছে হুঁশিয়ারির সামিল। গোটা রাজ্য জুড়েই এই একই পদক্ষেপ করছে তৃণমূল।