Ayushgram Bomb Blast: মাঠে কাজ করতে গিয়েই বিপর্যয়, কবজির নীচ থেকে হাত উড়ল প্রৌঢ়ের
Ayushgram Bomb Blast: পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন রঞ্জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কোদাল দিয়ে মাটি কাটচ্ছিলেন তিনি।
বর্ধমান: বিকালে মাঠে কাজ করছিলেন প্রৌঢ়। আশপাশে অনেকেই কাজ করছিলেন। আচমকাই একটা কিছু ফাটার শব্দ শুনতে পেয়েছিলেন তাঁরা। আর তারপরই আর্তনাদ। মাঠে কাজ করা বাকিরা যতক্ষণে এসে পৌঁছন, ততক্ষণে বছর পঞ্চান্নর ব্যক্তির হাতের কবজির নীচের অংশ কেটে গিয়েছে। রক্ত ঝরছে। মাঠে চাষের কাজ করতে গিয়ে বোমা ফেটে এক ব্যক্তির হাত উড়ে গেল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রাম ১ ব্লকের উক্তা গ্রামে। আহত ব্যক্তির নাম রঞ্জন মেটে(৫৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকালে জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন রঞ্জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, কোদাল দিয়ে মাটি কাটচ্ছিলেন তিনি। বাকিরাও মাঠে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎই একটা বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে আসেন বাকিরা। দেখেন, রঞ্জন মাটিতে শুয়ে কাতরাচ্ছেন। তাঁর হাতের নীচের অংশ রীতিমতো উড়ে গিয়েছে। স্থানীয়রা মনে করছেন, মাটির নীচে বোমা রাখা ছিল। কোদাল লেগে সেটি ফেটে যায়। তাতেই বিস্ফোরণ। রঞ্জনের হাতের নীচের অংশ কেটে যায়।
স্থানীয়রাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, বোমার আঘাতে রঞ্জনের কবজি-সহ ডান হাতের বেশ কিছুটা অংশ উড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে চাষের জমিতে বোমা এল, সেখানে কারা বোমা রেখে গেল, সেটাই প্রশ্ন। পুলিশ মনে করছে, তাহলে রাতে ওই এলাকায় বসে বোমা বাঁধার কাজ চলে। সে কারণেই সেখানে বোমা রয়েছে। তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।