Extra Marital Affair: স্বামীর ‘পরকীয়ায়’ অতিষ্ঠ স্ত্রী! বিয়ের এক মাসের মধ্যেই চরম সিদ্ধান্ত
Bhatar: স্ত্রীর সন্দেহ ছিল অন্য মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর। তা ঘিরেই মনোমালিন্য তাঁদের মধ্যে।
ভাতার: মাত্র এক মাস আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত নবদম্পতির মধ্যে। মিলেমিশে থাকার পরিবর্ত নিত্যদিন হত ঝগড়া। স্ত্রীর সন্দেহ ছিল অন্য মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে স্বামীর। তা ঘিরেই মনোমালিন্য তাঁদের মধ্যে। অন্য দিনের মতোই মঙ্গলবার কাজে বেরিয়ে গিয়েছিলেন স্বামী। কাজ থেকে সন্ধ্যাবেলা ফিরতেই দেখেন ঘরে ঝুলতে স্ত্রীর দেহ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বড়বেলুন গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর ভাতার থানার পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমানে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম প্রিয়া দাস (১৮)। তাঁর বাপের বাড়ি মঙ্গলকোটের নতুনহাট এলাকায়। এক মাসে আগে বড়বেলুনের বাসিন্দা প্রশান্ত দাসের সঙ্গে বিয়ে হয় প্রিয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রশান্ত রংমিস্ত্রির কাজ করেন। প্রশান্ত বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে রয়েছেন এই সন্দেহে তাঁর সঙ্গে প্রিয়ার অশান্তি হত। মঙ্গলবার কাজ থেকে ফিরে প্রশান্ত দেখেন প্রিয়ার ঝুলন্ত দেহ। এর পর স্থানীয়রা তাঁর দেহ উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এর পর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমানে পুলিশ মর্গে পাঠায়।
প্রিয়ার মৃত্যু নিয়ে তাঁর মা পূর্ণিমা দাসের দাবি, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। যদিও ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ভাতার থানার এক অফিসার। তিনি জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।