Chiranjit on Mithun: প্রজাপতি বিতর্ক: কুণাল বলেছিলেন ‘ফ্লপ অভিনয়’, চিরঞ্জিত বলছেন ‘দুর্দান্ত মিঠুন’

Projapati Controversy: অভিনেতা মিঠুন ভূয়সি প্রশংসা করতে দেখা গেল বারাসতের তৃণমূল বিধায়ককে। অতীতে কেরিয়ারের শুরুতে কীভাবে দুইজনকে সংগ্রাম করতে হয়েছে, সেই কথাও শোনালেন।

Chiranjit on Mithun: প্রজাপতি বিতর্ক: কুণাল বলেছিলেন 'ফ্লপ অভিনয়', চিরঞ্জিত বলছেন 'দুর্দান্ত মিঠুন'
কী বলছেন চিরঞ্জিত?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2023 | 12:01 AM

বর্ধমান: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। বাংলা চলচ্চিত্র দুনিয়ার দুই মেগাস্টার। সমসাময়িক দুই তারকা। ছেলে বেলার বন্ধু। কিন্তু আজ রাজনীতির দুনিয়ায় পা রেখে, দুই জন দুই ফুলে। চিরঞ্জিত জোড়াফুলে। আর মিঠুন পদ্মে। রাজনীতির পথ ভিন্ন হলেও, ছেলেবেলার বন্ধুর প্রতি টান একইরকম রয়ে গিয়েছে। বুধবার বর্ধমানের নীলপুরে যুব উৎসবে এসেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। সেখানেই অভিনেতা মিঠুন ভূয়সি প্রশংসা করতে দেখা গেল বারাসতের তৃণমূল বিধায়ককে। অতীতে কেরিয়ারের শুরুতে কীভাবে দুইজনকে সংগ্রাম করতে হয়েছে, সেই কথাও শোনালেন।

এককালে কীভাবে স্ক্রিপ্ট বগলদাবা করে দুইজনে প্রযোজকদের দুয়ারে ঘুরে বেরিয়েছেন, সেই স্মৃতির কথাও তুলে ধরেন। শোনালেন, মিঠুনের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথা। এককথায় ‘প্রজাপতি’ নিয়ে যখন রাজনৈতিক তর্জা তুঙ্গে, সেই সময় ফের একবার মিঠুনের হয়ে ব্যাট ধরলেন বন্ধু চিরঞ্জিত। বললেন, “আপনারা প্রজাপতি দেখেছেন? দেখবেন সিনেমাটি। দারুণ একটি সিনেমা। আর দুর্দান্ত অভিনয় করেছেন মিঠুন। তিনটি জাতীয় পুরষ্কার আছে, হয়ত আরও একটা পেয়ে যাবে।”

সঙ্গে মিঠুন ও চিরঞ্জিতের রাজনৈতিক পথ আলাদা হওয়ার কারণে অনেকে তাঁদের নামে অনেক কথা বলছে বলেও জানালেন চিরঞ্জিত। বললেন, “কেউ কেউ বলছেন, আমি নাকি মিঠুনের বিরুদ্ধে কথা বলছি। লোকে বলছে বলুক। মিঠুন আমার ভাল বন্ধু।” সঙ্গে বার বার এটাও বুঝিয়ে দিলেন, রাজনীতির পরিসরে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব বা অভিনয়ে নয়।” প্রশংসা করলেন দেবের অভিনয়শৈলী নিয়েও।

প্রসঙ্গত, প্রজাপতি বিতর্কে এর আগেও মিঠুনের হয়ে ব্যাট ধরেছেন চিরঞ্জিত। তাছাড়া, প্রজাপতি সিনেমার মিঠুনের সহ অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেবও সিনেমা নিয়ে রাজনৈতিক কচকচানিতে বিরক্তি প্রকাশ করেছেন। মুখ খুলেছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষও। বলেছিলেন, অভিনেতা মিঠুনকে নিয়ে মন্তব্য করার ক্ষমতা অভিনেত্রী সায়নীর নেই।

বিতর্কের সূত্রপাত হয়েছিল, নন্দনে প্রজাপতির শো না পাওয়া নিয়ে। তারপর থেকেই বিষয়টি রাজনৈতিক দিকে মোড় নিতে শুরু করে। বিজেপি অভিযোগ তুলেছিল, সিনেমায় মিঠুন থাকার কারণেই সেটি নন্দনে স্ক্রিনিং হচ্ছে না। তারপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, দেব ভাল অভিনয় করলেও মিঠুনের অভিনয় ফ্লপ হয়েছিল। আর কুণালের এই মন্তব্যের পর মুখ খুলেছিলেন দেবও। তারপর একে একে অন্যান্য অভিনেতা-রাজনীতিকরাও বিষয়টিতে মিঠুনের পাশে দাঁড়িয়েছেন।