Bardhaman Covid-19: ডেঙ্গির চোখরাঙানির মধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ জনের

Bardhaman Covid-19: জানা গিয়েছে, পড়ে গিয়ে আঘাত লাগে তায়ুবের। সেই কারণে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ২৪ জুলাই বোলপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

Bardhaman Covid-19: ডেঙ্গির চোখরাঙানির মধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু আরও ১ জনের
বর্ধমান মেডিক্যাল কলেজ
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 5:19 PM

বর্ধমান: এই নিয়ে মোট তিনজন। পূর্ব বর্ধমানে করোনায় মৃত্যু হল আরও একজনের। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনা। সেখানে মঙ্গলবার সকালে মৃত্যু হয় তায়ুব শেখের (২৫)। বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, পড়ে গিয়ে আঘাত লাগে তায়ুবের। সেই কারণে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর ২৪ জুলাই বোলপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। ২৮ তারিখ তিনি করোনা পরীক্ষা হলে তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে।

এই বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক জানিয়েছেন, ওই ব্যক্তির শ্বাসকষ্ট ছিল। এনকেফেলাইটিসেও আক্রান্ত ছিলেন তিনি। অ্যান্টিজেন টেস্ট করানোর পর দেখা গেল করোনা পজেটিভ। আর্টিফিশিয়াল টেস্টে কোভিড পজিটিভ হলে তা সঠিক বলে মানা হয়। কলেজের অধ্যক্ষ জানান, আর বেশ কয়েকজন কোভিড পজিটিভ রোগি হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন কোভিড আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আরও কয়েকজন করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া দু’জনই অন্যান্য রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। অর্থাৎ তাঁদের কোমর্বিডিটি ছিল। তবে মৃত্যুর শংসাপত্রে কোভিডের উল্লেখও রয়েছে।