Abhishek Banerjee Convoy: প্রায় ৪০ মিনিট থমকে অভিষেকের কনভয়, অল্পের জন্য এড়াল বিপদ

Abhishek Banerjee: এদিন বিকেলে ভাতার বাজার এলাকায় রোড শো শেষ করে মঙ্গলকোটের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে নতুনহাট এলাকায় একটি সভা করার কথা তাঁর। কিন্তু মঙ্গলকোটের নতুনহাটের দিকে যাওয়ার সময়েই আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি।

Abhishek Banerjee Convoy: প্রায় ৪০ মিনিট থমকে অভিষেকের কনভয়, অল্পের জন্য এড়াল বিপদ
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 8:20 PM

ভাতার: জনসংযোগ যাত্রায় বেরিয়ে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে শুরু হওয়া কর্মসূচি আজ ২১ দিনে পড়ল। এদিন দিনভর পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় ঠাসা কর্মসূচি ছিল অভিষেকের। বিকেলে পূর্ব বর্ধমানের ভাতারে এক দলীয় কর্মসূচি ছিল তাঁর। আর সেই কর্মসূচি শেষে হঠাৎ আকাশ কালো করে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেকের কনভয় তখন রাস্তায়। তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে হঠাৎ রাস্তায় থমকে যায় অভিষেকের কনভয়। বেশ কিছুক্ষণ আটকে থাকে কনভয়। কারণ, রাস্তার উপর ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার।

অভিষেকের কনভয়

জানা যাচ্ছে, এদিন বিকেলে ভাতার বাজার এলাকায় রোড শো শেষ করে মঙ্গলকোটের দিকে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে নতুনহাট এলাকায় একটি সভা করার কথা তাঁর। কিন্তু মঙ্গলকোটের নতুনহাটের দিকে যাওয়ার সময়েই আকাশ কালো করে মেঘ জমে। শুরু হয় তুমুল ঝড়-বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে রাস্তার উপর ভেঙে পড়ে গাছ। ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। পরিস্থিতি বুঝে অভিষেকের নিরাপত্তারক্ষীরা দ্রুত কনভয় থামিয়ে দেন। জানা যাচ্ছে, শুধু অভিষেকের কনভয়ের সামনেই নয়,  রাস্তার বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির তাণ্ডবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে সোমবার বিকেলের ওই ঘটনার পর তড়িঘড়ি আসরে নামে স্থানীয় প্রশাসন। ভেঙে পড়া গাছ, তোরণ, বিদ্যুতের তার সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। এদিকে এই দুর্যোগের জেরে প্রায় চল্লিশ মিনিট ধরে অভিষেকের কনভয় আটকে ছিল বলে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। দুর্যোগের পরিস্থিতি কাটিয়ে আবার রওনা দেয় অভিষেকের কনভয়। তবে মঙ্গলকোটের ওই সভা দুর্যোগের কারণে বাতিল করা হয়। গুসকরায় রোড শো করার পর কনভয় আউসগ্রামের হাটকীর্তিনগরে র‍্যালির উদ্দ্যেশ্যে রওনা দেয়।