WB Panchayat Polls 2023: মনোনয়নে বাধা? বিরোধীদের সাহায্যের আশ্বাস তৃণমূল জেলা সভাপতির
TMC in Katwa: তৃণমূল জেলা সভাপতি বললেন, 'বিরোধীদের কাছে আবেদন, যদি কেউ বাধা পান... আমাদের জানান। আমরা দাঁড়িয়ে থেকে তাঁদের মনোনয়ন জমার ক্ষেত্রে তাঁদের সাহায্য করব।'
কাটোয়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) এখনও প্রায় এক মাস বাকি। কিন্তু মনোনয়ন পর্ব শুরু হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ। কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ, আবার কোথাও মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ। তবে এবার এসব অভিযোগের মধ্যেই বিরোধীদের আশ্বাস দিলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বললেন, ‘বিরোধীদের কাছে আবেদন, যদি কেউ বাধা পান… আমাদের জানান। আমরা দাঁড়িয়ে থেকে তাঁদের মনোনয়ন জমার ক্ষেত্রে সাহায্য করব।’ রবীন্দ্রনাথবাবু বললেন, ‘দলীয় কর্মীদের আমরা বলেছি যাতে সকলে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। যদি কোথাও কেউ বাধা দেয়, তাহলে স্থানীয় বিধায়করা তাঁদের মনোনয়ন জমায় সাহায্য করবেন।’ যদিও মনোনয়নে বাধার যে অভিযোগগুলি উঠছে, সেগুলি বিরোধীদের ‘নাটক’ বলেই মনে করছেন তিনি।
এর আগে শুক্রবার কাটোয়া ১ ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। যদিও আজ মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি বলেই জানাচ্ছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। সিপিএম নেত্রী জয়শ্রী চট্টোপাধ্যায় জানালেন, ‘কাজের ক্ষেত্রে অনেকটা ঢিলেমি রয়েছে। এখনও পর্যন্ত সেইভাবে কোনও বাধার সৃষ্টি হয়নি। তবে এক কিলোমিটারের মধ্যে অনেকটাই জমায়েত আছে।’ তৃণমূলের জেলা সভাপতির বক্তব্যকেও সাধুবাদ জানাচ্ছেন তিনি। বললেন, ‘আমরা যদি সেই আশ্বাস পাই, যদি সেই ভূমিকা দেখি, তাহলে তাঁকে সাধুবাদ জানাব।’
অন্যদিকে বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্যও জানাচ্ছেন, ‘আজ কোনও বাধার মুখে পড়িনি। সুষ্ঠুভাবেই মনোনয়ন জমা দিতে পারছি।’ তবে তৃণমূল জেলা সভাপতির বক্তব্যকে কটাক্ষ করতেও ছাড়ছেন না তিনি। বললেন, ‘ঠেলায় না পড়লে, বিড়াল গাছে ওঠে না। এই কথা তো প্রথম দিনই বলতে পারতেন। আজ যে ব্যবস্থা পুলিশ নিল, তা তো ৮ তারিখই করতে পারত। তবে ওনার বক্তব্যকে সাধুবাদ জানাচ্ছি আমরা। নির্বাচন ও গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই দিকে উনি খেয়াল রাখলেই বাধিত হব।’