Kalna: বাসস্ট্যান্ড কমিটিতেও টাকা খাওয়াখাওয়ির অভিযোগ, লক্ষ লক্ষ টাকার হিসাব নেই, বলছেন সদস্যরাই

Kalna: অভিযোগে নাম জড়িয়েছে অঞ্জন চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন শাসকদলের নেতার। তাঁরা এই কমিটির দায়িত্বেও আছেন। রবিবার এ নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়।

Kalna: বাসস্ট্যান্ড কমিটিতেও টাকা খাওয়াখাওয়ির অভিযোগ, লক্ষ লক্ষ টাকার হিসাব নেই, বলছেন সদস্যরাই
বাঁদিকে চন্দন দে। ডানদিকে অঞ্জন চট্টোপাধ্যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2022 | 9:04 PM

পূর্ব বর্ধমান: বাসস্ট্যান্ডের আইএনটিটিইউসির পরিচালন কমিটির দায়িত্বে থাকা নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। লক্ষ লক্ষ টাকার হিসাব নেই বলে অভিযোগ ইউনিয়নের সদস্যদের। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয় কালনা বাসস্ট্যান্ডে। নেতাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। এমনকী কমিটিতে থাকা এক নেতার এক ঘনিষ্ঠ বাসস্ট্যান্ড চত্বরে জায়গা ঘিরে রেখেছিলেন বলেও এদিন অভিযোগ তুলে বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর করেন। এই ঘটনার জেরে কালনা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার একাধিক বাস চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি এতটাই ঘোরাল হয়ে ওঠে, তা সামাল দিতে আসে কালনা থানার পুলিশের একটি বড় দল।

অভিযোগে নাম জড়িয়েছে অঞ্জন চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন শাসকদলের নেতার। তাঁরা এই কমিটির দায়িত্বেও আছেন। রবিবার এ নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় বলে অভিযোগ। মুহূর্তে পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে চলে যায়। ভণ্ডুল হয়ে যায় আলোচনা সভা। তবে অঞ্জন চট্টোপাধ্যায় এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান এ নিয়ে কথাই বলতে চাননি।

এক বাস কর্মী চন্দন দে বলেন, “আমি বাসের কনডাক্টর। সমিতির লোকেরা অনেক টাকা চুরি করে নিয়েছে। যাঁরা ইউনিয়ন চালাচ্ছিলেন, তাঁরা ৭৮ লক্ষ টাকা চুরি করেছেন। তাতে অঞ্জনদা আছেন, অশোক দাস আছেন। সব টাকা খেয়ে ফেলছে। আমরা আজ হিসাব চেয়েছি। তারপরই ঝামেলা।”

যাঁর দিকে অভিযোগের আঙুল সেই অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ তো হয়নি। আমাদের স্টাফরা আছেন, জেনে নিতে পারেন। আমি কিন্তু দলীয়ভাবে অফিস আদালত, দলীয় স্তর, থানা পুলিশ দেখি। অর্থনৈতিক কিছু দেখা আমার দায়িত্ব নয়। সেটার জন্য কর্মীদের তরফেই কোষাধ্যক্ষ করা হয়। তাঁর দেখার দায়িত্ব। আমার বিরুদ্ধে অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা।” কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল বলেন, “এই বৈঠক নিয়ে আমি কিছু বলতে পারব না। দলের তরফে আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এ নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলতে পারব না।”