Egra Blast: তৃণমূলের প্রতিনিধি দল পা রাখতেই ফুঁসে উঠল এগরা, মানস-দোলাদের ঘিরে ‘চোর চোর’ স্লোগান

Egra Blast: “দয়ালু মানবিক মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ব্যাপারে পাশে দাঁড়াবেন। কিন্তু, যাঁরা চক্রান্ত করছে তাঁরা চিহ্নিত হবে।” সরাসরি কোনও দলের নাম না করে গাড়ির সামনে দাঁড়িয়ে এ ভাষাতেই পাল্টা আক্রমণ শানান মানস ভুঁইয়া।

Egra Blast: তৃণমূলের প্রতিনিধি দল পা রাখতেই ফুঁসে উঠল এগরা, মানস-দোলাদের ঘিরে 'চোর চোর' স্লোগান
এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 7:19 PM

এগরা: এগরা বিস্ফোরণের (Egra Blast) আঁচে তপ্ত বাংলার রাজ্য-রাজনীতি। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। লাগাতার তোপ দাগলেন শাসকদলের বিরুদ্ধে। প্রশ্ন তুললেন পুলিশের (Police) ভূমিকা নিয়ে। এরইমধ্যে শোনা গেল তৃণমূলের (Trinamool Congress) প্রতিনিধি দল আসছে অকুস্থলে। খানিক পরেই মানস ভুঁইয়া,দোলা সেন,সৌমেন মহাপাত্র, বিপ্লব রায় চৌধুরীরা এগরায় পা রাখতেই ফুঁসে উঠল এগরা।  চারপাশ থেকে উঠল চোর চোর স্লোগান। ভিড়ের মধ্যেই চরম অস্বস্তিতে পড়লেন মানসরা। ধরলেন ফিরতি পথ। 

সূত্রের খরর, তৃণমূলের পাঁচ সদস্য়ের প্রতিনিধি দল আসার পরেই প্রথমে তাঁরা ঘটনাস্থলের দিকে যান। পরিকল্পনা ছিল, কথা বলবেন নিহতদের পরিবারের সঙ্গে। সেখানে যাওয়ার সময় হঠাৎই গ্রামবাসীদের একাংশ তাঁদের ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে। কার্যত বিক্ষোভ শুরু হয়ে যায় তাঁদের ঘিরে। ‘তৃণমূল হটাও দেশ বাঁচাও’, ‘চোর হটাও’, এই ধরনের নানা স্লোগান শোনা যেতে থাকে। বিক্ষোভের মাঝে পড়ে দ্রুত গাড়ির দিকে ফিরে যেতে থাকেন মানস ভুঁইয়া সহ প্রতিনিধি দলের সদস্যরা। 

“দয়ালু মানবিক মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ব্যাপারে পাশে দাঁড়াবেন। কিন্তু, যাঁরা চক্রান্ত করছে তাঁরা চিহ্নিত হবে।” সরাসরি কোনও দলের নাম না করে গাড়ির সামনে দাঁড়িয়ে এ ভাষাতেই পাল্টা আক্রমণ শানান মানস ভুঁইয়া। একই সুরে কথা বলেন দোলা সেনও। পাশাপাশি বিক্ষোভের মধ্যেই দলীয় কর্মীদের মাথা ঠান্ডা রাখারও পরামর্শ দেন তিনি। তবে পুলিশ ও শাসকদলের উপর এলাকার সাধারণ মানুষের যে একটা ক্ষোভ রয়েছে তা এই চিত্র থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগ, তাঁর ছেলে পৃথ্বীজিৎ বাগ এবং ভানুর স্ত্রীর নামে ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৩০৪, ২৮৬ ও ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ২৪ ও ২৬ ধারায় FIR দায়ের হয়েছে।