Khejuri Strike: বিজেপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে খেজুরিতে চলছে ১২ ঘণ্টার বনধ

সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে খেজুরিতে। সকাল ৬টা থেকেই বনধ চলছে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকার সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়।

Khejuri Strike: বিজেপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে খেজুরিতে চলছে ১২ ঘণ্টার বনধ
খেজুরিতে বনধImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 10:19 AM

খেজুরি: মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে। ধৃত বিজেপি নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই দাবিতে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বনধ ডেকেছে বিজেপি। সোমবার সকালে ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে খেজুরিতে। সকাল ৬টা থেকেই বনধ চলছে খেজুরির মোট ১৬টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনধের সমর্থনে খেজুরির একাধিক এলাকার সকাল থেকে মিছিল করেছে বিজেপি নেতা-কর্মীরা। বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। বেশ কিছু এলাকায় পুলিশ গিয়ে অবরোধ সরিয়ে দেয়। কিন্তু পুলিশ কিছুটা চলে যেতেই ফের অবরোধে বসেন বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর খেজুরির বাঁশগোড়ায় তৃণমূলের সভামঞ্চ, প্রচারগাড়ি ও কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির যুব নেতা রবিন মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বিজেপির অভিযোগ, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিজেপি নেতাকে। এই অভিযোগ তুলে শনিবার রাতে প্রায় সাড়ে ১০ নাগাদ মারিশদা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানা থেকে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রয়োজনে হাইকোর্টে রিট পিটিশন করার কথাও বলেন তিনি। এবং সোমবার খেজুরিতে ১২ ঘণ্টার বনধের ডাক দেন। সেই ঘোষণা মতোই সোমবার সকাল থেকে বনধ হচ্ছে খেজুরির বিভিন্ন এলাকায়। যদিও জরুরি পরিষেবাকে এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে। রবিন মান্নার নিঃশর্ত মুক্তির দাবিতেই এই বনধ বলে জানিয়েছে বিজেপি।

যদিও এই বনধ নিয়ে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, তাঁরা কোনও কর্মনাশা বনধ চান না। তাই তাঁরা সকল দোকানপাট, বাজার সব কিছু খোলা রাখার আহ্বান করেন। এর জেরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে খেজুরিতে। যদিও এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি খেজুরিতে। কিন্তু কোনও ঘটনা ঘটলে জেলা প্রশাসন কীভাবে তার মোকাবিলা করে সেটাই এখন দেখার।