Purba Medinipur: জলসার ডান্সারদের সঙ্গে নাচতে দিতে হবে, আজব আবদারে রাজি না হওয়াতেই বিপত্তি
Chaos in Jalsa: দর্শক আসনে যাঁরা বসে ছিলেন, তাঁরা সব ভয়ে ছুটে পালাতে উদ্যত হন। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকাসনের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায়। সেখানে বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচক গ্রামে এদিন সন্ধেয় এক জলসার আয়োজন করা হয়েছিল। ওই জলসাতেই ঘটে এই কাণ্ড।
এগরা: জলসায় নৃত্য শিল্পীদের সঙ্গে নাচ করতে চেয়েছিল। কিন্তু আয়োজক কমিটির সদস্যরা তাতে রাজি হননি। আর এরপরই প্রকট হল যুবকের আসল রূপ। বন্দুক উঁচিয়ে তাণ্ডব শুরু করে দেয় জলসার মঞ্চের সামনে। আর তাতেই একেবারে হুলুস্থূল কাণ্ড। দর্শক আসনে যাঁরা বসে ছিলেন, তাঁরা সব ভয়ে ছুটে পালাতে উদ্যত হন। হুড়োহুড়ি পড়ে যায় দর্শকাসনের মধ্যে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায়। সেখানে বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচক গ্রামে এদিন সন্ধেয় এক জলসার আয়োজন করা হয়েছিল। ওই জলসাতেই ঘটে এই কাণ্ড।
শুক্রবার সন্ধের ওই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। ধৃত যুবকের নাম গোপাল মাঝি, বাড়ি এগরা থানা এলাকাতেই। কীভাবে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল, সন্ধেয় ওই জলসায় ঠিক কী ঘটেছিল, সেই সব বিষয় খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। জানা যাচ্ছে, ওই যুবক আজ সন্ধেয় যখন জলসার অনুষ্ঠান মঞ্চের সামনে চলে আসে, তখন আয়োজক কমিটির সদস্যার তাঁকে অনুরোধ করেন পিছনে গিয়ে বসার জন্য। আর সেখান থেকেই শুরু হয় বিপত্তি। জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবক তাতে উত্তেজিত হয়ে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে উঁচিয়ে ধরে।
শুরুর দিকে দর্শকাসনের সামনের দিকে বসে থাকা কেউ কেউ মনে করেছিলেন, এটাও হয়ত জলসারই অঙ্গ। হয়ত, গ্রামবাসীদের বিনোদনের জন্য কোনও নতুন কৌশল জলসায়। কিন্তু দাপাদাপির বহর দেখে কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙে দর্শকদের। আর এরপরই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। ঘটনার খবর যায় এগরা থানাতেও। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটকে করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে গ্রেফতার করা হয়। যুবকের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে।
এদিনের ঘটনা প্রসঙ্গে এগরা থানার আইসি অরুন কুমার খান জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে ওই বন্দুক এল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু মুখ খুলতে রাজি হননি তিনি ।