Purba Medinipur: ‘কন্যাশ্রী’দের ফের স্কুলমুখী করতে হবে, প্রতি শনিবার ‘দুয়ারে’ প্রশাসন

Kanyhashree: দীর্ঘ দিন স্কুল বন্ধ। অবশেষে উঁচু ক্লাসগুলো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাড়িতে বসে থাকা 'কন্যাশ্রী'দের ফের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসন।

Purba Medinipur: 'কন্যাশ্রী'দের ফের স্কুলমুখী করতে হবে, প্রতি শনিবার 'দুয়ারে' প্রশাসন
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2021 | 8:43 AM

পূর্ব মেদিনীপুর: দীর্ঘ দিন স্কুল বন্ধ। অবশেষে উঁচু ক্লাসগুলো শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বাড়িতে বসে থাকা ‘কন্যাশ্রী’দের ফের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা প্রশাসন। এবার থেকে প্রতি শনিবার বাড়ি বাড়ি পৌঁছনোর প্রয়াস প্রশাসনের। লক্ষ্য, স্কুলছুট বালিকাদের হাতে ফের বইখাতা ধরানো।

শিক্ষাঙ্গন আনলক হওয়ার পর বিদ্যার মন্দিরে অভাব হচ্ছে অসংখ্য প্রাণের। তাই নয়া উদ্যোগ নিল জেলা প্রশাসন। বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে অনেক ‘কন্যাশ্রী’ পড়ুয়া স্কুলে আসছে না। কারও বাড়িতে অর্থনৈতিক সঙ্কট, কারও বা অল্প বয়সে বিয়ে হচ্ছে। এসব ঠেকাতেই রাজ্য সরকার এনেছিল কন্যাশ্রীর মতো জনমুখী প্রকল্প। তাই সেই কন্যাশ্রীদের ফের স্কুলমুখী করতে উদ্যোগ নিল প্রশাসন।  এবার থেকে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার কথা যেমন জানা হবে, তেমনি সমস্যা দূর করার জন্য প্রতি শনিবার জেলাশাসক সহ জেলা প্রশাসনের কর্তারা উদ্যোগী হবেন। পরিদর্শনেও যেতে পারেন তাঁরা। বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দফতরে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু অধিকার সুরক্ষা সপ্তাহে উপস্থিত হয়ে এমনই ঘোষণা করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

জেলাশাসকের কথায়, “শুধু কন্যাশ্রী মেয়েদের নয়, পাশাপাশি যে সমস্ত ছেলে স্কুলে যাচ্ছে না তাদের বাড়িতেও যাওয়া হবে। এবং প্রকৃত কারণ জানতে চাওয়া হবে। কী কারণে ওরা বিদ্যালয় মুখী হচ্ছে না, জানা হবে। তার পাশাপাশি সমস্যার কারণও দর্শাতে হবে পরিবারের লোকদের”।

বুধবার জেলাশাসক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু আধিকার সুরক্ষা আয়োগ এর আধিকারিক সুদেষ্ণা রায়, অতিরিক্ত জেলাশাক সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসন, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক সহ অন্যান্যরা। এদিন ভাল কাজের জন্য নন্দীগ্রাম -১, পটাশপুর -২, কাঁথি-১ ব্লক এবং জেলার তিনটি থানা তমলুক, সুতাহাটা, এগরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।

সুদেষ্ণা দেবী জানান, “শিশু সুরক্ষা আইন সব সময় রয়েছে। সেই আইন সকলকে মেনে চলতে হবে। তবেই শিশু, পুরুষ ও মহিলা নিগ্রহের সংখ্যা কমবে। শুধু আইন করলেই তো হবে না। আইনকে মান্যতা দিয়ে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই সার্থকতা লাভ করবে”।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘নতুন নতুন ফ্লেভারের মদ আছে, কর্মসংস্থান নেই’, বিধানসভা ওয়াক আউট করে মন্তব্য শুভেন্দুর

উল্লেখ্য, ১৬ তারিখ থেকে খুলে গিয়েছে স্কুল-কলেজ। প্রায় ২ বছর পর স্কুল খোলায় ক্লাসরুমে পড়ুয়াদের ভিড় বেড়েছে ঠিকই। আবার স্কুল কলেজ খোলার পর দেখা প্রকট হচ্ছে স্কুলছুটের তথ্যও। এই পরিস্থিতিতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিশিষ্টরা।

আরও পড়ুন: Malda: কন্যা সন্তান জন্ম দেওয়ায় মা-কে গাছে বেঁধে মারতে মারতে মেরেই ফেলল ওরা!