Durga Puja: ‘চন্দ্রযান ৩’-এর ফিতে কাটলেন শুভেন্দু, কোথায় হয়েছে এই মণ্ডপ
Durga Puja Inauguration: চন্দ্রযান ৩-এর আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকে যেন ঝুপ করে এসে পড়েছে এক টুকরো শ্রীহরিকোটা। ষষ্ঠীর সকালে সেই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভগবানপুর: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্য গোটা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছে। মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে ইসরোর এই নভোযান। ইসরোর (ISRO) চন্দ্রাভিযানের এই সাফল্যকে এবার তুলে ধরা হল বাংলার শারদোৎসবে (Durga Puja)। চন্দ্রযান ৩-এর আদলে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকে যেন ঝুপ করে এসে পড়েছে এক টুকরো শ্রীহরিকোটা। ষষ্ঠীর সকালে সেই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভগবানপুর ২ ব্লকের পাঁউশীর শিমুলবাড়ি এলাকা। সেখানে চন্দ্রযান ৩-এর আদলে সাজানো পুজো মণ্ডপে আজ সকালে পৌঁছে যান বিধানসভার বিরোধী দলনেতা। ফিতে কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। ঘুরে দেখেন সুন্দরভাবে সাজানো মণ্ডপসজ্জা। এরপর দেবীপ্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে, নারকেল ফাটিয়ে পুজোর উদ্বোধন করলেন বিরোধী দলনেতা। দেবী দুর্গার থেকে আশীর্বাদ প্রার্থনা করলেন তিনি। মণ্ডপের থেকে বেরিয়ে শুভেন্দু বললেন, “নবরূপে আবির্ভূত অসুরকেও বধ করতে হবে। বোমা-বারুদের গন্ধ থেকে মুক্তি ঘটাতে হবে। আমরা চাই সকলের বাকস্বাধীনতা।”
ভগবানপুরের এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক সেখানকার স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। মণ্ডপসজ্জার এমন অভিনব ভাবনার বিষয়ে তিনি বলেন, “গোটা বিশ্বের কাছে ভারতের মুকুটে নতুন পালকের সংযোজন করেছে চন্দ্রযান ৩। চন্দ্রাভিযানের সাফল্য আমাদের সকলের কাছে গর্বের। দেশের প্রতিটি নাগরিকের কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে। এই গর্বের মুহূর্তকে তুলে ধরতেই পুজোর মণ্ডপসজ্জা করা হয়েছে চন্দ্রযান ৩-এর আদলে।”
উল্লেখ্য, চন্দ্রযান ৩ হল বিশ্বের প্রথম নভোযান যা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। চাঁদের মাটিতে চতুর্থ দেশ হিসেবে পা রেখেছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কৃতিত্ব একমাত্র ভারতেরই। আর কোনও দেশের ঝুলিতে এই কৃতিত্ব নেই।