Nandigram Police: এবার নন্দীগ্রাম থানা সামলাবেন ডিএসপি তুহিন বিশ্বাস
Nandigram Police: গত অগস্ট মাসে তুহিন বিশ্বাস নন্দীগ্রাম থানার দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে দায়িত্বে ছিলেন সুমন রায়চৌধুরী। তাঁকে সরিয়েই নন্দীগ্রামের আইসি পদে আনা হয়েছিল তুহিন বিশ্বাসকে।
নন্দীগ্রাম: পদোন্নতি হল নন্দীগ্রাম থানার আইসি-র। ডিএসপি পদ পেলেন তুহিন বিশ্বাস। অর্থাৎ এবার ডিএসপি পদমর্যাদার আধিকারিক সামলাবেন নন্দীগ্রাম থানা। বৃহস্পতিবার ডিএসপি হিসেবে জেলা পুলিশ সুপারের অফিসে যোগদান করেন তিনি। চলতি বছরেই নন্দীগ্রাম থানাকে আইসি থানা হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। তুহিন বিশ্বাস ইন্সপেক্টর পদে ছিলেন এতদিন। এবার তাঁর ডিএসপি হিসেবে পদোন্নতি হল। তবে থানা থাকছে তাঁরই দায়িত্বে।
অন্যদিকে, বদলে যাচ্ছে নন্দীগ্রাম থানার চিত্র। চলতি বছরেই বদলে যেতে পারে ছবিটা। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মডেল থানা হবে নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম অনেক রাজনৈতিক ওঠাপড়ার সাক্ষী। এছাড়াও আরও একাধিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহলের ধারনা। এই ঘোষণার পরই দফতরের অন্দরে শুরু হয়েছে তোড়জোড়।
গত অগস্ট মাসে তুহিন বিশ্বাস নন্দীগ্রাম থানার দায়িত্ব পেয়েছেন। তাঁর আগে দায়িত্বে ছিলেন সুমন রায়চৌধুরী। তাঁকে সরিয়েই নন্দীগ্রামের আইসি পদে আনা হয়েছিল তুহিন বিশ্বাসকে।
উল্লেখ্য, রাজনৈতিক মানচিত্র গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের আগে হঠাৎই ছুটিতে গিয়েছিলেন সুমন রায়চৌধুরী। ভোটের তিন দিন আগে ওই থানায় দায়িত্ব দেওয়া হয়েছিল কাশীনাথ চৌধুরীকে। আবার ভোটের দিন রাতে আবারও কাজে যোগ দেন সুমন রায়চৌধুরী। সেই ছুটি নিয়ে হয় প্রবল জল্পনা। আর ভোট শেষ হওয়ার পর দায়িত্ব পান তুহিন বিশ্বাস।