Egra Panchayet Pradhan: আইসি-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে বৃষ্টিতে রাস্তাতেই ছাতা মাথায় পরিষেবা পঞ্চায়েত প্রধানের
Egra Panchayet Pradhan: আইসি-র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত পঞ্চায়েত অফিস বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়।
পূর্ব মেদিনীপুর: এগরা থানার আধিকারিকের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যকে হেনস্থার অভিযোগ উঠল। অভিনব প্রতিবাদ করলেন তৃণমূল প্রধান। বৃষ্টির মধ্যেই ছাতা হাতে রাস্তায় বসে পরিষেবা দিলেন তিনি। বৃষ্টির তোয়াক্কা না করে পঞ্চায়েত অফিস বন্ধ রেখে রাস্তায় বসে মানুষকে পরিষেবা দিলেন তৃণমূলের প্রধান। এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগের কথা শুনলেন এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম-পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মাইতি। বুধবার দুপুরের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এগরাতে।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রাম-পঞ্চায়েতের ৪ নম্বর বৈঁচা সংসদের নির্বাচিত সদস্য তপন নাজির গত ৮ অগস্ট রাত ১১ টা নাগাদ স্থানীয় এক ব্যক্তির কোনও এক সমস্যার সমাধানে তাঁকে নিয়ে এগরা থানায় যান। অভিযোগ, থানায় গেলে পঞ্চায়েত সদস্যের কোনও কথা না শুনে তাঁকে আটক করেন থানার আইসি মৌসম চক্রবর্তী। পরদিন অর্থাৎ ৯ অগস্ট দুপুরে থানা থেকে ছাড়া হয় তপনকে।
জানা গিয়েছে, সেই থেকেই অসন্তোষ তৈরি হয় সংশ্লিষ্ট গ্রাম-পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সদস্যদের মধ্যে। কোনও কারণ ছাড়া এভাবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে থানায় রাতভর আটকে রেখে কেন হেনস্থা ও সম্মানহানি করা হল, এ প্রশ্ন তুলে ১৮ অগস্ট এগরা ২ ব্লকের বিডিও-র কাছে আইসি-র বিরুদ্ধে নালিশ জানান তাঁরা।
আইসি-র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত পঞ্চায়েত অফিস বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়। পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি বলেন, ‘উন্নয়ন ছাড়াও এলাকার মানুষের ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা সবটাই বোঝাপড়া করতে হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যদের। তেমনই এক ব্যক্তির চাকরি সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন আমাদের ৪ নম্বর সংসদের সদস্য। কিন্তু তাঁর কোনও কথা না শুনেই তাঁকে থানায় আটকে দেওয়া হয়। থানা আইসি-র এমন আচরণ মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।”
পঞ্চায়েত অফিস বন্ধ রাখা হলেও পরিষেবা থেকে স্থানীয় বাসিন্দারা বঞ্চিত হননি বলে জানিয়েছেন তিনি। তার জন্য রাস্তায় বসে তাঁরা কাজ করেন।
ঘটনার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। এ ব্যাপারে তাঁরাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন এগরা ২ ব্লকের বিডিও কৌশিক রায়। এই বিষয়ে কিছুই বলতে চাননি এগরা থানার আইসি মৌসম চক্রবর্তী।