AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha High Tide: দিঘার চেহারাই বলে দিচ্ছে, কীভাবে ঘটছে আবহাওয়ার চরম ভোলবদল, পর্যটকরাও অবাক

Digha High Tide: দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মন্দারমনি, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়।

Digha High Tide: দিঘার চেহারাই বলে দিচ্ছে, কীভাবে ঘটছে আবহাওয়ার চরম ভোলবদল, পর্যটকরাও অবাক
দিঘায় প্রবল জলোচ্ছ্বাসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2024 | 12:19 PM
Share

দিঘা: আবহাওয়ার যে বদল ঘটছে, তার পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকেই তার প্রভাব শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে। এদিন সকালে প্রবল বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। আর এদিন সকালে দিঘার সমুদ্রের চেহারা বলে দিচ্ছে, ঠিক কতটা বদলাচ্ছে আবহাওয়া।

দিঘায় সকাল থেকেই দেখা যাচ্ছে প্রবল জলোচ্ছ্বাস। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। ওল্ড দিঘার সমুদ্রপাড়ে প্রায় হাঁটু জলে দাঁড়িয়ে আছেন পর্যটকরা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দিঘা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে। আগামী ২২ জুলাই পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে।

পর্যটকের ঢল নেমেছে দিঘার সমুদ্র সৈকতে। তীব্র জলোচ্ছ্বাস উপভোগ করছে তারা। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের দিঘা, কাঁথি, মন্দারমনি, তমলুক সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই এই আবহাওয়ায় পরিবর্তন হয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই এ ব্যাপারে নির্দেশিকা জারি জারি করা হয়েছে।

শনিবার কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। দুপুরের দিকে ফের দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে, শনিবার দুপুরের মধ্যে চিলকা এলাকা দিয়েই ওড়িশায় স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপ।