Akhil Giri: ‘শুভেন্দুর বাবা আমার হাত ধরে তৃণমূলে এসেছেন, উনি কাটমানি মাস্টার’, খোঁচা অখিলের

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শান্তিকুঞ্জের অধিকারীদের (Adhikari) সঙ্গে রামনগরের বিধায়ক অখিল গিরির (Akhil Giri) সম্পর্কের কথা সর্বজনবিদিত। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলে থাকার সময়ই একই দলের দুটি গোষ্ঠীর কথা শোনা যেত। তৎকালীন মন্ত্রী এখন বিধানসভার বিরোধী নেতা। অন্যদিকে রামনগরের বিধায়ক অখিল গিরি এখন রাজ্যের মন্ত্রী। কাটামানি ইস্যুতে শুভেন্দু তৃণমূল বিধায়কদের আক্রমণ করতেই তেলেবেগুনে জ্বলে […]

Akhil Giri: 'শুভেন্দুর বাবা আমার হাত ধরে তৃণমূলে এসেছেন, উনি কাটমানি মাস্টার', খোঁচা অখিলের
বিস্ফোরক অখিল। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 8:59 AM

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে শান্তিকুঞ্জের অধিকারীদের (Adhikari) সঙ্গে রামনগরের বিধায়ক অখিল গিরির (Akhil Giri) সম্পর্কের কথা সর্বজনবিদিত। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তৃণমূলে থাকার সময়ই একই দলের দুটি গোষ্ঠীর কথা শোনা যেত। তৎকালীন মন্ত্রী এখন বিধানসভার বিরোধী নেতা। অন্যদিকে রামনগরের বিধায়ক অখিল গিরি এখন রাজ্যের মন্ত্রী। কাটামানি ইস্যুতে শুভেন্দু তৃণমূল বিধায়কদের আক্রমণ করতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন মৎস্যমন্ত্রী অখিল। শুভেন্দুকে কাটমানির মাস্টার বলে পাল্টা বিঁধলেন তিনি।

উল্লেখ্য, বুধবার পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে শুভেন্দু অভিযোগ করেন কাটমানি ও দুর্নীতি নিয়ে। অভিযোগ করেন, “আমার এমপি কোটা থেকেও ৭ শতাংশ করে কমিশন নিয়েছে এরা”। তার পর আঙুল তোলেন তৃণমূল বিধায়কদের দিকে। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর উদ্দেশ্যে শুভেন্দু কটাক্ষ করেন, ‘একশো দিনের কাজের টাকা মারা চোর’। এরপর কার্যত অভিযোগের তালিকা দিতে থাকেন তিনি। যদিও তাঁকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

এ নিয়ে শুভেন্দুর বাবা শিশির অধিকারী, যিনি এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ, তাঁকেও বিঁধলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তাঁর কটাক্ষ, শুভেন্দু কাটমানির মাস্টার। আর তাঁর বাবা শিশির অধিকারীকে তিনিই তৃণমূলে এনেছিলেন।

অখিল বলেন, “ওঁনার বাবা জানেন, তৃণমূল দলে কার… মানে আমার হাত ধরেই এসেছিলেন। কারা আদি বা কারা নব্য তা বাংলার মানুষও বোঝে। আর কাটমানির কথা বলছেন! উনি (পড়ুন শুভেন্দু) হচ্ছেন বাংলার বড় কাটমানি খোর। না হলে এতগুলি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। এই কাটমানি বিষয়ে এত ভাল জানেন যে কোথায় কত ভাগ পাওয়া যায়”!

উল্লেখ্য, এর আগে বিরোধী নেতাকে নিয়ে অখিল অভিযোগ করেন বিধানসভায় শুধুই হল্লা করেন তিনি। এদিকে গত বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বছর তাঁর দলত্যাগের বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস।

যে শুভেন্দু এক সময় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন অধুনা সেই বিজেপি নেতার দলত্যাগের দিনটিকে ‘উচ্ছ্বাস দিবস’বলে পালন করতে চলেছে ঘাসফুল শিবির। তবে আনুষ্ঠানিক ভাবে তা বলা হবে কি না, তা এখনও ঠিক হয়নি। যদিও জানা যাচ্ছে, ওই দিন ‘পালন’হবে। আর তাতে যুবকর্মীরা ডিজে বাজিয়ে নাচবেন!

আরও পড়ুন: Mamata Banerjee: ‘একসময়ের দুঃস্বপ্নের নগরীতে স্বপ্নের ফেরি করছি,’ ভোটমুখী কলকাতায় মন্তব্য মমতার

আরও পড়ুন: Mamata Banerjee: ‘জলের পাইপও আমি সারাব তো তুমি কাউন্সিলর থাকবে কেন?’ নিজের ওয়ার্ডে ভাতৃবধূকে টিকিট দেওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: Omicron Variant: হু হু করে ছড়াতে পারে ওমিক্রন, নমুনা পরীক্ষায় জোর বিশেষজ্ঞদের, জোরকদমে প্রস্তুতি স্বাস্থ্যভবনের