Digha : দিঘাকে প্লাস্টিক মুক্ত করতে অভিনব উদ্যোগ, দেখুন জেলা পুলিশের উদ্যোগে হওয়া বিচ ম্যারাথনের ছবি

Digha : কাঁথিতেও প্রোমো ম্যারাথানকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল। বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে উন্মাদনার ছবি পুলিশের মধ্যেও।

| Edited By: | Updated on: Dec 17, 2022 | 11:36 PM
দিঘাকে (Digha) প্লাস্টিক মুক্ত করতে বিচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। সঙ্গে উন্মাদনা বাড়ছে বিচ ফেস্টিভ্য়াল নিয়েও। বিচ ম্যারাথন সফল করতে উদ্যোগী হয়েছে রোড রেস অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে প্রোমো রানের।

দিঘাকে (Digha) প্লাস্টিক মুক্ত করতে বিচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। সঙ্গে উন্মাদনা বাড়ছে বিচ ফেস্টিভ্য়াল নিয়েও। বিচ ম্যারাথন সফল করতে উদ্যোগী হয়েছে রোড রেস অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে প্রোমো রানের।

1 / 7
আগামী ২৪ শে ডিসেম্বর দিঘাতে শুরু হচ্ছে বিচ ফেস্টিভ্যাল। তার প্রস্তুতি হিসাবে এদিন সকালে মান্দারমণি উপকূল থানার কালিন্দী থানাবেড়িয়া থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই উদ্যোগ থেকেই পাস্টিক মুক্ত সমুদ্র সৈকত গড়ে তুলতে সাধারণ মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে চাইছে জেলা প্রশাসন।

আগামী ২৪ শে ডিসেম্বর দিঘাতে শুরু হচ্ছে বিচ ফেস্টিভ্যাল। তার প্রস্তুতি হিসাবে এদিন সকালে মান্দারমণি উপকূল থানার কালিন্দী থানাবেড়িয়া থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই উদ্যোগ থেকেই পাস্টিক মুক্ত সমুদ্র সৈকত গড়ে তুলতে সাধারণ মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দিতে চাইছে জেলা প্রশাসন।

2 / 7
২ কিলোমিটার দৌড়ের পর তা শেষ হয় থানার সামনে। প্রতিযোগিতায় ৩ জন যুবতী সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল, মান্দারমনি  উপকূল থানার ওসি অনুষ্কা মাইতি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

২ কিলোমিটার দৌড়ের পর তা শেষ হয় থানার সামনে। প্রতিযোগিতায় ৩ জন যুবতী সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার মানব সিঙ্গল, মান্দারমনি উপকূল থানার ওসি অনুষ্কা মাইতি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

3 / 7
আগামী ২৪ তারিখও দিঘার সমুদ্র সৈকতে দেখা যাবে বিশাল ফেস্টিভ্য়াল। সেদিনও বিগ ম্যারাথন রেস, ভলিবল প্রতিযোগিতা সহ আরও নানা ধরনের খেলা দেখা যাবে বলে খবর। সেই সঙ্গে পাস্টিকমুক্ত সমাজ গড়তেও দেওয়া হবে সচেতনতার বার্তা।

আগামী ২৪ তারিখও দিঘার সমুদ্র সৈকতে দেখা যাবে বিশাল ফেস্টিভ্য়াল। সেদিনও বিগ ম্যারাথন রেস, ভলিবল প্রতিযোগিতা সহ আরও নানা ধরনের খেলা দেখা যাবে বলে খবর। সেই সঙ্গে পাস্টিকমুক্ত সমাজ গড়তেও দেওয়া হবে সচেতনতার বার্তা।

4 / 7
কাঁথিতেও প্রোমো ম্যারাথানকে ঘিরে এদিন ব্যাপক উন্মাদনা দেখা গেল। কাঁথি থানা ও কাঁথি পৌরসভার উদ্যোগে এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার দিঘা বাইপাসে ম্যারাথানের সূচনা হয়।

কাঁথিতেও প্রোমো ম্যারাথানকে ঘিরে এদিন ব্যাপক উন্মাদনা দেখা গেল। কাঁথি থানা ও কাঁথি পৌরসভার উদ্যোগে এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার দিঘা বাইপাসে ম্যারাথানের সূচনা হয়।

5 / 7
পতাকা নেড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংঘল ,কাঁথি মহকুমা পুলিশ আধিকারীক সোমনাথ সাহা,কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না,দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন জানা প্রমুখ।

পতাকা নেড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংঘল ,কাঁথি মহকুমা পুলিশ আধিকারীক সোমনাথ সাহা,কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না,দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন জানা প্রমুখ।

6 / 7
কাঁথি পাবলিক স্কুলের সামনে তিন কিলোমিটারের এই ম্যারাথান রেস শেষ হয়। পুরস্কার মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের যথাক্রমে নগদ ৫০০০ টাকা,৩০০০টাকা ও ২০০০ টাকা সহ ট্রফি-সার্টিফিকেট তুলে দেওয়া। এছাড়াও বাকি প্রতিযোগিদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় পূর্ব মেদিনীপুর পুলিশের তরফে।

কাঁথি পাবলিক স্কুলের সামনে তিন কিলোমিটারের এই ম্যারাথান রেস শেষ হয়। পুরস্কার মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের যথাক্রমে নগদ ৫০০০ টাকা,৩০০০টাকা ও ২০০০ টাকা সহ ট্রফি-সার্টিফিকেট তুলে দেওয়া। এছাড়াও বাকি প্রতিযোগিদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় পূর্ব মেদিনীপুর পুলিশের তরফে।

7 / 7
Follow Us: