Panchayat Elections 2023: ‘নো ভোট টু মমতা’, নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রচার শুভেন্দুর

Panchayat Elections 2023: ইতিমধ্যেই মিছিলে পা মেলাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "যেখানেই ভোট হবে হারবে ওরা। নো ভোট টু মমতা। চোরেদের লোক সাফ করবে।"

Panchayat Elections 2023: 'নো ভোট টু মমতা', নন্দীগ্রামে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রচার শুভেন্দুর
মিছিলে শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 11:51 AM

নন্দীগ্রাম: মনোনয়ন পর্বে অশান্তির খবর এসেছে জেলাগুলি থেকে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দেবেন। নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। রেয়াপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করবে বিজেপি। কোনও রকম অশান্তি এড়াতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসনও।

এক নজরে সমস্ত আপডেট (সর্বশেষ তথ্য উপরে)

  1. ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা।
  2. এ দিন ‘চোর ধরো জেলে ভরো’, ‘নো ভোট টু মমতা’ স্লোগান তোলেন বিজেপি প্রার্থীরা।
  3. ইতিমধ্যেই মিছিলে পা মেলাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যেখানেই ভোট হবে হারবে ওরা। নো ভোট টু মমতা। চোরেদের লোক সাফ করবে।”
  4. বিজেপি প্রার্থীদের দাবি, তৃণমূল নেতা শেখ সুফিয়ানের (বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট ছিলেন) অনুগামীরা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। তাই গেরুয়া শিবিরের দাবি, কিছুটা হলেও তাঁদের ঘরে বাড়তি অক্সিজেন ঢুকবে।
  5. এক প্রার্থী বলেন, “আমরা জানি জিতব। তৃণমূল দুর্নীতি করেছে। আমরা তো চুরি করিনি। আমাদের ভয় নেই।” আরও এক প্রার্থী বলেন, ” বিজেপি বিপুল ভোটে জিতবে। এইখানের সাতটি অঞ্চলও আমরাই পাব।” অপর প্রার্থী বললেন, “শাসক দলের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ওদের যে প্রার্থী হবে তাঁরাও ভয় থেকে বেরচ্ছে না। কে প্রার্থী হবে ওরাও জানে না।”
  6. নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সাতটি অঞ্চলের শতাধিক প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। এ দিন, প্রার্থীরা রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন প্রস্তাবকরাও।