House Collapsed: মাটির দেওয়াল ভেঙে ফের মৃত্যু, আহত ২, এবার ভগবানপুরে

Bhagabanpur: মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধা। এক টানা বৃষ্টিতে আচমকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। বৃদ্ধার উপর মাটির দেওয়াল চাপা পড়ে যায়।

House Collapsed: মাটির দেওয়াল ভেঙে ফের মৃত্যু, আহত ২, এবার ভগবানপুরে
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত ১
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2021 | 9:47 AM

পূর্ব মেদিনীপুর: মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ভগবানপুর (Bhagabanpur) এক নম্বর ব্লকের দক্ষিণ কাঁকড়া গ্রামের ঘটনা। মৃতার নাম জোত্স্না সাউ (৭১)।

মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধা। এক টানা বৃষ্টিতে আচমকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। বৃদ্ধার উপর মাটির দেওয়াল চাপা পড়ে যায়। পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে রাতেই তমলুক হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, সৈকত নগরীর দিঘায় বুধবার সকালে মাটির বাড়ি চাপা পড়ে গুরুতর জখম হন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে দিঘা থানার বিলামড়িয়া গ্রামে। আহত ওই দম্পতি বিমল শীট ও শঙ্করীকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের উদ্ধার করে প্রথমে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান এগরা ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান রামনগর ১পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র।

এদিকে, বুধবারই কলকাতার আহিরীটোলায় ভেঙে পড়ে পুরনো দোতলা বাড়ির একাংশ। মৃত্যু হয় তিন বছরের এক শিশু ও এক প্রৌঢ়ার। গুরুতর আহত হন এক অন্তঃসত্ত্ব মহিলা। আহত হন ওই পরিবারের আরও চার সদস্য। ভোর রাতে ভেঙে পড়ে পুরনো বাড়ির সেই অংশ।

এদিকে, ঘাটালেও মাটির দেওয়াল চাপ পড়ে মৃত্য়ু হল এক মহিলার। মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে প্রতিমা বাগ নামে ওই মহিলার ঘাড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটে চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের করঞ্জি গ্রামে।

নিজের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন প্রতিমা বাগ নামে ওই মহিলা। কিন্তু বুধবার সকালে বাড়ির পাশেই শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। তাতেই ঘটে দুর্ঘটনা। জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এক টানা বৃষ্টিতে প্রহর গুনছেন গ্রামবাসীরা। তারই মধ্যে ভয় ধরাচ্ছে মাটির বাড়ি।

আরও পড়ুন: Maldah COVID: মালদায় এক দিনে করোনা আক্রান্ত ৪ শিশু, গত তিন দিনে পজিটিভ ১৩

আরও পড়ুন: Jalpaiguri: সক্রিয় দালালচক্র! জলপাইগুড়ি মাদার চাইল্ড হাবে তুমুল উত্তেজনা