Suvendu Adhikari: ‘ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো,হারাবো,হারাবো’, ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Adhikari: আর বেশি দিন বাকি নেই লোকসভা ভোটের। তার আগে রাজনৈতিক পারদ বাড়ছে চড়চড় করে। মাঠে ময়দানে এখন থেকেই প্রচারে নেমে পড়ছেন প্রতিটি শাসক বিরোধী সব পক্ষ। এই গরম আবহে শুভেন্দুর এ হেন মন্তব্যে উত্তাপ যেন আরও বেড়ে গিয়েছে।

Suvendu Adhikari: 'ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাবো,হারাবো,হারাবো', ওপেন চ্যালেঞ্জ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 1:27 PM

কাঁথি: রাজ্যের শাসকদল তৃণমূলকে হারাতে আট-ঘাট বেঁধে মাঠে নেমেছে বিরোধীরা। বিধানসভা ভোটের ন্যায় ফের এবার লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তমলুকে এসে দাঁড়ান। গুনে-গুনে তমলুকে দেড় লক্ষ আর কাঁথিতে ৩ লক্ষ ভোটে হারাবো।”

আর বেশি দিন বাকি নেই লোকসভা ভোটের। তার আগে রাজনৈতিক পারদ বাড়ছে চড়চড় করে। মাঠে ময়দানে এখন থেকেই প্রচারে নেমে পড়ছেন প্রতিটি শাসক বিরোধী সব পক্ষ। এই গরম আবহে শুভেন্দুর এ হেন মন্তব্যে উত্তাপ যেন আরও বেড়ে গিয়েছে।

শনিবার একটি রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুধু মমতা নন, এর পাশাপাশি ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হারানোর চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “ডায়মন্ড হারবারে অভিষেককে হারাবো। অন্য লোককে দাঁড় করিয়ে হারাবো। বিজেপি-কে জেতাবো। আবার বলছি, ভাইপোকে হারাবো…হারাবো…হারাবো…।”

তবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুধু বিজেপির একা নজর নেই। ওই সিটে এবার নজর রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি ইচ্ছা প্রকাশ করেছেন ওই কেন্দ্রে নিজে দাঁড়াবেন বলে। শুভেন্দুর মতো একই সুরে তিনি বলেছেন, “আমি ডায়মন্ড হারবারের বর্তমান সাংসদকে প্রাক্তন সাংসদ বানাবো। দল অনুমোদন দিলে আমি ডায়মন্ড হারবার থেকে লোকসভা ভোটের জন্য লড়াই করব।”