Tamluk TMC: বিজেপির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলকর্মীদের জামিন ২৪ ঘণ্টার মধ্যেই

Tamluk TMC: বৃহস্পতিবার উত্তর সোনামুই এলাকা থেকে ওই ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। শেখ জাকির হোসেন, সেখ আবুল কালাম, শুভ প্রসন্ন মান্না এবং জগদীশ জানা গ্রেফতার হন। এছাড়া আরও ১০ জন আদালতে আত্মসমর্পন করেন।

Tamluk TMC: বিজেপির অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূলকর্মীদের জামিন ২৪ ঘণ্টার মধ্যেই
ভাঙচুরের ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 7:11 AM

তমলুক: গ্রামপঞ্চায়েত অফিসে ভাঙচুরের ঘটনায় ১৪ জনের জামিন মঞ্জুর করল তমলুক কোর্ট। গত মঙ্গলবার তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অফিস ভাঙচুর করার অভিযোগ ওঠে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। ১৪ জন কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করে বিজেপি। এরপর গত বুধবার পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ সভায় ওই ঘটনার প্রসঙ্গ টেনে পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, তিন দিনের মধ্যে না গ্রেফতার করতে পারলে থানা ঘেরাও করা হবে।

বৃহস্পতিবার উত্তর সোনামুই এলাকা থেকে ওই ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করে তমলুক থানার পুলিশ। শেখ জাকির হোসেন, সেখ আবুল কালাম, শুভ প্রসন্ন মান্না এবং জগদীশ জানা গ্রেফতার হন। এছাড়া আরও ১০ জন আদালতে আত্মসমর্পন করেন।

বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ তমলুক কোর্টে অভিযুক্তদের পেশ করা হয়। বিকেল ৫ টা নাগাদ নিম্ন আদালতের রায়ে তাঁরা প্রত্যেকেই জামিনে মুক্ত হন। তাঁদের গলায় মালা পরাতে অপেক্ষা করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরেই সরব হয় বিজেপি। বিজেপির দাবি, আদতে বিরোধী দলনেতার হুঁশিয়ারির ফলে আইওয়াশ করার জন্যে পুলিশ এই চারজনকে গ্রেফতার করেছিল। জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছিল, যাতে অভিযুক্তরা খুব সহজেই মুক্তি পেয়ে যান। এই ব্যাপার নিয়ে হাই কোর্টে যাবেন বলে জানায় জেলা স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতা চিত্তরঞ্জন মাইতি জানান পুলিশ যদি দলদাস হত তাহলে কাউকেই গ্রেফতার করত না।