TMC Purify: শুভেন্দুর সভাস্থল গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধ’ করল তৃণমূল
নদী থেকে গঙ্গাজল এবং নদীর পাড়ের মাটি দিয়ে সভাস্থল ‘শুদ্ধ’ করেছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দাবি, হলদিয়ায় শুভেন্দুর মিছিলে এলাকার কোনও লোক আসেনি। তাই সভা ভরাতে বাইরে থেকে লোক এনেছিল বিজেপি।
হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে ১৫ ডিসেম্বর সভা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সভাস্থল গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল। রবিবার হলদিয়ার তৃণমূল ও যুব তৃণমূলের তরফে এই কর্মসূচি পালন করা হয়েছে। নদী থেকে গঙ্গাজল এবং নদীর পাড়ের মাটি দিয়ে সভাস্থল ‘শুদ্ধ’ করেছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দাবি, হলদিয়ায় শুভেন্দুর মিছিলে এলাকার কোনও লোক আসেনি। তাই সভা ভরাতে বাইরে থেকে লোক এনেছিল বিজেপি।
এই শুদ্ধিকরণ নিয়ে হলদিয়া শহর যুব তৃণমূল সভাপতি সুশান্ত মালী বলেছেন, “১৫ ডিসেম্বর হলদিয়ার মানুষকে টুপি পরাতে এসেছিল। পাপীর পায়ে হলদিয়ার পূণ্যভূমি অপবিত্র হয়েছে। সেকারণে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গা জল দিয়ে ধুয়ে এখানকার মাটিকে পবিত্র করা হল।” এর পাশাপাশি শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হলদিয়ার তৃণমূল নেতা। তিনি বলেছেন, “আমিত্ব ফলাতে এখানে এসেছিল। যতক্ষণ বক্তব্য রখেছে ততক্ষণ আমি আমি করে গিয়েছে। দলের কথা বলেননি। মনুষের ভালোর কথা বলেননি। লাখ লাখ টাকা দেওয়া হয়েছিল ফ্ল্যাগ বাঁধার জন্যে। যার দলের একটা কর্মী নেই ফ্ল্যাগ বাঁধার জন্যে। মিটিংএ হলদিয়ার একটাও লোক আসেনি। বাইরে থেকে লোক নিয়ে এসে চটকদারি দেখাতে এসেছিল।”
এ বিষয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।