Sabuj Sathi: ব্লক অফিসের ছাদে পড়ে জং ধরছে সবুজ সাথীর সাইকেল
Sabuj Sathi: এই সাইকেলগুলি স্কুলের রিকুইজিশন মতো ডিস্ট্রিবিউশন করা হয় ।তাহলে কি হিসাব বহির্ভূত সাইকেল বানানো হয়েছিল প্রশ্ন থেকেই যায়। এগুলোকে জং ধরিয়ে কিলো হিসাবে বিক্রি করার কোন ছক কষে ছিল নাকি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
পূর্ব মেদিনীপুর: ব্লক অফিসের ছাদের উপর জল বৃষ্টি খেয়ে নষ্ট হচ্ছে ‘সবুজ সাথী’র সাইকেল। কী কারণে নষ্ট প্রশ্ন বিরোধীদের। দায় এড়িয়েছে প্রশাসন ও শাসকদল।এগরা এক নম্বর ব্লকের প্রশাসনিক দফতরের একেবারে ছাদের মাথায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে সরকারি টাকায় কেনা সবুজ সাথীর সাইকেল। রোদ বৃষ্টি লেগে, সবুজ সাথীর সাইকেলগুলো জং ধরে নষ্ট হচ্ছে। এই বিষয়ে বিডিও এবং বিধায়কের কাছে জানতে চাইলে প্রত্যেকে বিষয়টি নিয়ে কোনও কিছু বলতে নারাজ।
এই সাইকেলগুলি স্কুলের রিকুইজিশন মতো ডিস্ট্রিবিউশন করা হয় ।তাহলে কি হিসাব বহির্ভূত সাইকেল বানানো হয়েছিল প্রশ্ন থেকেই যায়। এগুলোকে জং ধরিয়ে কিলো হিসাবে বিক্রি করার কোন ছক কষে ছিল নাকি, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই গাফিলতির পেছনে কে বা কারা রয়েছে, ধোঁয়াশায় এগরায়। বিধানসভা কেন্দ্রের বিধায়কতে এবিষযে প্রশ্ন করা হলে তিনি পুরোপুরি বিষয়টি এড়িয়ে যান। এগরা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বক্তব্যে, “আমার কাছে এই ধরনের কোনও খবর নেই। আগে থেকে কিছু জেনে থাকলে বিষয়টি বলতে পারতাম। তবে খোঁজ নিয়ে দেখছি।” এই ঘটনায় তৃণমূলের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীদের বক্তব্য, এখানেও লুকিয়ে দুর্নীতিই।