Co-operative Election: সমবায়ে ভোটে ফের একতরফা জয় তৃণমূলের, পূর্ব মেদিনীপুরে উড়ল সবুজ আবির

TMC vs BJP: রবিবাসরীয় এই সমবায় নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল টান টান উত্তেজনা। সমবায় ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই আনন্দ-উল্লাসে মেতে উঠেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতেন তাঁরা।

Co-operative Election: সমবায়ে ভোটে ফের একতরফা জয় তৃণমূলের, পূর্ব মেদিনীপুরে উড়ল সবুজ আবির
সমবায় ভোটে জয় তৃণমূলের
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 7:48 PM

পূর্ব মেদিনীপুর: সমবায়ের ভোটে ফের একতরফা জয় তৃণমূলের (TMC)। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি ত্রিশক্তি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। সমবায়ের নির্বাচনে ৬৮ টি আসন ছিল। তার মধ্যে ৬১ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি আসনগুলির মধ্যে সিপিএম পেয়েছে চারটি আসন। বিজেপির ঝুলিতে গিয়েছে দুটি আসন এবং এসইউসিআই পেয়েছে একটি আসন। রবিবাসরীয় এই সমবায় নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল টান টান উত্তেজনা। সমবায় ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই আনন্দ-উল্লাসে মেতে উঠেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। বাজনা বাজিয়ে, বাজি ফাটিয়ে জয়ের আনন্দে মাতেন তাঁরা।

জেলার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল একাংশের মতে, আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমবায় নির্বাচনে জয়ে অনেকটাই স্বস্তি দেবে শাসক শিবিরকে। শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর এক নম্বর ব্লক এলাকায় এই সমবায় ভোটের ফল তৃণমূলের শক্তি অনেকটাই বাড়াল বলে মত তাঁদের। বিশেষ করে এবারের নির্বাচনে বিজেপির তরফ থেকেও যথেষ্ট পরিমাণে প্রার্থী দেওয়া হয়েছিল। বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মাইতির বক্তব্য, “এর আগে সমবায় নির্বাচনে আমরা প্রার্থী দিতে পারতাম না। এবারের সেই জায়গায় দাঁড়িয়ে ৬২ টি আসনে বিজেপি প্রার্থী দিতে পেরেছে।”

যদিও নন্দকুমারের সমবায় ভোটে সিপিএম ও বিজেপির মধ্যে যেমন দেখা গিয়েছিল, তেমন কোনও জোটের কথা এদিন অস্বীকার করেন নারায়ণ মাইতি। তাঁর স্পষ্ট বক্তব্য, “সিপিএমের সঙ্গে বিজেপির আঁতাত হয়নি। আর হবেও না। দুটি আসনে বিজেপি জিতেছে।” উল্লেখ্য, নন্দকুমারের সমবায় নির্বাচনে বিরোধীদের যৌথ মঞ্চ জয়ী হয়েছিল। সেই যৌথ মঞ্চ মূলত তৈরি করেছিল, স্থানীয় বিজেপি ও সিপিএম কর্মীরা মিলে। নন্দকুমারের সমবায়ের ভোটে ধারেকাছে ঘেঁষতে পারেনি তৃণমূল। যদিও সমবায় নির্বাচন কোনও দল সরাসরি জড়িত থাকে না। তবে পূর্ব মেদিনীপুরের একের পর এক সমবায় নির্বাচন এবং তার ফলাফল নিয়ে উত্তাপ বাড়ছে জেলার রাজনীতির অন্দরমহলে।