West Bengal Assembly Election 2021 Phase 2: ‘আন্টিকে শান্ত থাকতে হবে’, ভোট দিয়ে বেরিয়ে বললেন শুভেন্দু
কপালে তিলক কেটে ভোটের সক্কাল সক্কাল (West Bengal Assembly Election 2021) বাইকে বেরিয়ে পড়বেন, সেকথা আগেই বলে রেখেছিলেন নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রাম: কপালে তিলক কেটে ভোটের সক্কাল সক্কাল (West Bengal Assembly Election 2021) বাইকে বেরিয়ে পড়বেন, সেকথা আগেই বলে রেখেছিলেন নন্দীগ্রামের (Nandigram) বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাই-ই করলেন। আর সঙ্গে একদা নেত্রী ‘দিদি’কে এবার ‘আন্টি’ বলে কটাক্ষ করলেন শুভেন্দু।
সকাল সাতটা পনেরো নাগাদ বাড়ি থেকে বাইকে চেপে ভোট দিতে যান তিনি। গলায় তাঁর গেরুয়া উত্তরীয়, কপালে গেরুয়া তিলক। নন্দীগ্রামের নন্দনায়েক বাড় প্রাথমিক বিদ্যালয়ের বুথে ভোট দেন শুভেন্দু। বুথের বাইরে বেরিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হতে দেখা গেল তাঁকে । সাংবাদিকদের দেখালেন, ‘ভিকট্রি সাইন’।
ভোটের সাম্প্রতিকতম খবর জানতে ক্লিক করুন
মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বললেন, “আন্টি কো থোড়া শান্ত র্যাহনা চাহইয়ে। উন্নয়নই জিতবে, তোষণের রাজনীতির পরাজয় হবে।” তবে শুভেন্দু এদিন জানিয়েছেন, প্রতিটি বুথে তিনি যাবেন না। ভোট দেওয়ার পর প্রথম বাড়ি যাবেন। আধ ঘণ্টা বিশ্রাম নিয়ে তিনি বেরোবেন। নন্দীগ্রামের বুথগুলিতে ঘুরবেন তিনি।
‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় একুশের হাইভোল্টেজ ভোটের আবহে একেবারে ঘরের মেয়ের ভূমিকায় অবতীর্ণ হতে চেয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে পোস্টারে উল্লেখ, ‘বাংলা তার ঘরের মেয়েকেই চায়।’ অবশ্য তাতে বিরোধীদের দিক থেকে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। সম্প্রতি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, ‘৬৫ বছরের মহিলা কি কখনও মেয়ে হয়?’ আবারও সেই একই ইস্যুতে মমতাকে বিঁধলেন শুভেন্দু। বললেন, “৬৬ বছর (উনি) আন্টি। আন্টি কো থোড়া শান্ত র্যাহনা চাহইয়ে… ”