Suvendu Adhikari: ৫ হাজার টাকা করে ‘সংগ্রামী ভাতা’! বড় প্রতিশ্রুতি শুভেন্দুর, কবে থেকে মিলবে?
Suvendu Adhikari: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 'সংগ্রামী ভাতা' দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে, সে কথাও জানিয়ে দিলেন তিনি। ৫ হাজার টাকা করে 'সংগ্রামী ভাতা' দেওয়া হবে, আশ্বাস শুভেন্দুর।
নন্দীগ্রাম: লোকসভা ভোটের আবহের মধ্যেই ২০২৬ সালের বিধানসভা ভোটের জন্য প্রতিশ্রুতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ‘সংগ্রামী ভাতা’ দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে, সে কথাও জানিয়ে দিলেন তিনি। ৫ হাজার টাকা করে ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে। মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সেই সভা থেকেই এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা।
কারা পাবেন এই সংগ্রামী ভাতা? সে কথাও এদিনের সভা থেকে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। যাঁরা ‘মিথ্যা মামলায়’ জেলে গিয়েছেন, তাঁদের জন্য এই উদ্যোগ বলে বুথকর্মীদের সভায় বার্তা বিরোধী দলনেতার। দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দু বললেন, ‘যতজনকে জেল খাটিয়েছে… বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে, তাঁদের সবাইকে সংগ্রামী ভাতা দেব আমরা। যত জনকে জেল খাটিয়েছে, প্রত্যেককে ৫ হাজার টাকা করে ভাতা দেব।’ একইসঙ্গে পুলিশের উদ্দেশেও কড়া বার্তা দিয়ে রাখলেন, ‘যে তদন্তকারী অফিসাররা মিথ্য়া রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন, তাঁদের নাম লেখা থাকল।’ শুভেন্দুর বক্তব্য, এটা কোনও হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা।
এদিকে শুভেন্দু অধিকারীর এই প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল শিবির। কুণাল ঘোষ যেমন কটাক্ষের সুরে বলেছেন, ‘মাসির যদি গোঁফ থাকত, তাহলে মেসোমশাই হত। ক্ষমতায় আসবেন না, বলে বসলেন ভাতা দেব। সুতরাং ক্ষমতা না এলে, দিতেও হবে না। মুখে লাগাম নেই।’ একইসঙ্গে, আদর্শ আচরণবিধি চলাকালীন ভাতার প্রতিশ্রুতি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। নির্বাচন কমিশন যাতে বিষয়টি দেখে, সেই আর্জিও জানিয়েছেন তৃণমূল নেতা।