Haldia IOC: হলদিয়ায় আইওসির রিফাইনারিতে দুর্ঘটনা, আহত তিন শ্রমিক

Purba Medinipur: গত ২১ ডিসেম্বরে কারখানায় একটি দুর্ঘটনা ঘটে। কাজ চলাকালীন সংস্থার একটি প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল।

Haldia IOC: হলদিয়ায় আইওসির রিফাইনারিতে দুর্ঘটনা, আহত তিন শ্রমিক
আইওসি রিফাইনারিতে দুর্ঘটনা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 17, 2022 | 8:42 PM

পূর্ব মেদিনীপুর: হলদিয়ায় (Haldia) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশ বা আইওসির (IOC) রিফাইনারিতে আবারও দুর্ঘটনা। সোমবার বিকেল পৌনে ৪টে নাগাদ এই ঘটনা ঘটে। সূত্রের খবর, গরম জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি হয়। জখম হন হলদিয়ার আইওসি রিফাইনারির তিনজন ঠিকা শ্রমিক। এদিন বিকেল পৌনে ৪টে নাগাদ সংস্থার বাইরে ট্রাক পার্কিংয়ের কাছে পাইপলাইনের পরিচর্যার কাজ চলছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে বলে দাবি সূত্রের। তিনজনই হলদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহত তিনজনের মধ্যে একজনের জখম গুরুতর বলেও জানা গিয়েছে।

উদ্ধারের পর আহতদের হলদিয়া টাউনশিপে সংস্থার নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। বর্তমানে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা পৌঁছন ঘটনাস্থলে।

এর আগে গত ২১ ডিসেম্বরে কারখানায় একটি দুর্ঘটনা ঘটে। কাজ চলাকালীন সংস্থার একটি প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। তাতে মৃত্যু পর্যন্ত হয় তিনজনের। এছাড়াও অগ্নিদগ্ধ হয়েছিলেন ৪৪ জন। মকড্রিল চলছিল আইওসির রিফাইনারিতে। সেই সময় রিফাইনারিতে হাইড্রোজেন সালফাইড ট্যাঙ্কার থেকে আগুন ছড়িয়ে পড়ে।

এ প্রসঙ্গে তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার বলেন, “ঘটনাটা একটু ভুলভাবে সামনে এসেছে। ওখানে গরম জলে লেগেছে, আগুন লাগেনি। কারও ৩৫ শতাংশ কারও ২৫ শতাংশ বার্ন ইনজুরি। ৪৫ শতাংশ বার্ন ইনজুরি একজনের। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। আমাদের ওখানে যিনি দায়িত্বে আছেন আমাদের তাঁকে বলেছি। আইওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে তেমন গুরুতর কিছু নয়। গরম জল মুখে লেগেছে। “