Arrest: কাঁথিতে গ্রেফতার বিজেপি নেতা, রাঙামাটি শ্মশান দুর্নীতি যোগ?
Contai: গত ২৯ জুন এ বিষয়ে কাঁথি থানায় মামলা দায়ের করেন পুরসভার বর্তমান চেয়ারম্যান সুবলকুমার মান্না।
পূর্ব মেদিনীপুর: ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকে গ্রেফতার করল কাঁথি (Contai) থানার পুলিশ। তিনি আবার কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদকও। শুক্রবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত রামচন্দ্র পণ্ডার বিরুদ্ধে টাকা লেনদেনের তথ্য এসেছে বলে জানিয়েছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় এই গ্রেফতারি।
শুক্রবার সন্ধ্যায় কাঁথি শহরের ক্যানেল পাড়ের বাসিন্দা রামচন্দ্র পণ্ডা নামের ওই ঠিকাদারকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ২০১৯-২০ আর্থিক বর্ষে রাঙামাটি শ্মশানে পুরসভার গুদাম ঘর দখল নিয়ে অবৈধভাবে তৈরি করা হয় ১৪টি স্টল। অভিযোগ, যা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। কিন্তু সেই টাকা পুরসভায় জমা পড়েনি। শুধু তাই নয়, বিনা টেন্ডারে ঠিকাদার এই স্টল তৈরি করেছিল বলেও অভিযোগ উঠেছিল। সে সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী।
গত ২৯ জুন এ বিষয়ে কাঁথি থানায় মামলা দায়ের করেন পুরসভার বর্তমান চেয়ারম্যান সুবলকুমার মান্না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারী ও তাঁর ম্যানেজার অলোক সাউ এবং পুরসভার প্রাক্তন কর্মী গোপাল সিংকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতারের সেই তালিকায় উঠে এল রামচন্দ্র পণ্ডার নাম। তাঁর বিরুদ্ধেও এই দুর্নীতিতে যুক্ত থাকার বহু তথ্য ও প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
রামচন্দ্র পণ্ডাকে গ্রেফতার প্রসঙ্গে জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “তদন্তে সহযোগিতা করুক। অধিকারী পরিবারের একেবারে পরিচারকের মতো এরা। ওরা ধরা পড়ছে, রাঘব বোয়ালরা ছাড়া আছে। হাইকোর্টের রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এরা আপাদমস্তক দুর্নীতিতে যুক্ত। আগেও কয়েকজন ধরা পড়েছে।”
অন্যদিকে সৌমেন্দু অধিকারীর বক্তব্য, “৩১ তারিখ জেলা বিচারকের কাছে সাক্ষী বলা হল। আজ হয়ে গেল অভিযুক্ত। কিছু তো বলার নেই। এভাবেই রাজ্যে প্রশাসন চলছে। আইনি পথেই যা হওয়ার হবে।”