Illegal Plastic Factory : উত্তরপাড়ায় বেআইনি প্লাস্টিক কারখানায় অভিযান, আটক ম্যানেজার-সহ দুই

Illegal Plastic Factory : পুলিশ সূত্রে খবর, আগে থেকেই প্রচুর পরিমাণে বেআইনি প্লাস্টিক মজুত ছিল কারখানার ভিতরে। সেই খবর তাঁদের কাছে আগে থেকেই ছিল।

Illegal Plastic Factory : উত্তরপাড়ায় বেআইনি প্লাস্টিক কারখানায় অভিযান, আটক ম্যানেজার-সহ দুই
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 10:41 PM

উত্তরপাড়া : ইতিমধ্যেই রাজ্যে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তারপরেও আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোতরং এলাকায় রমরমিয়ে ব্যবসা করছিল একটি প্লাস্টিক কারখানা (Illegal Plastic Factory)। খবর পেয়ে উত্তরপাড়া কোতরং পুরসভার স্বাস্থ্য দফতর ও উত্তরপাড়া (Uttarpara) থানার পুলিশ যৌথ অভিযান চালায় ওই কারখানায়। এদিন বিকালে পুলিশ ও পুরসভার স্বাস্থ্য আধিকারিকরা ওই কারখানায় গেলে প্রচুর বেআইনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক আটক করে। 

পুলিশ সূত্রে খবর, আগে থেকেই প্রচুর পরিমাণে বেআইনি প্লাস্টিক মজুত ছিল কারখানার ভিতরে। সেই খবর তাঁদের কাছে আগে থেকেই ছিল। সে কারণেই আজ আচমকা হানা। ইতিমধ্যেই কারখানাটিকে সিল করে দিয়েছে পুলিশ। কারখানার ম্যানেজার ও এক কর্মীকে আটক করা হয়েছে। কারখানার ম্যানেজার রাজেশ শর্মা বলেন, “আড়াই বছর থেকে কাজ করছি, কত মাইক্রনের প্লাস্টিক উৎপাদন হত জানা নেই। পুলিশ ও পুরসভার আধিকারিকরা এসে এদিন আচমকা কারখানা বন্ধ করে দিতে বলেন।” 

উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, “আমাদের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বিভিন্ন বাজারে ঘুরছে বেআইনি প্লাস্টিক বন্ধের জন্য। এদিন খবর পাওয়া যায় কোতরং এলাকার দাসপাড়াতে একটি কারখানায় বেআইনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক তৈরি চলছে। উত্তরপাড়া থানার পুলিশের সাহায্যে আমাদের স্বাস্থ্য দফতর সেখানে অভিযান চালায়। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলবে।”