Canning Didir Doot: আগেই ওঁত পেতেছিল, ‘দিদির দূত’ এলাকায় ঢুকতেই ‘কুকুরের মতো’ তাড়া করল পুলিশ…

Canning Didir Doot: কিছুটা ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে। বেশ কিছুটা উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ তৃণমূল কর্মী, যাঁরা দিদির দূত হিসাবে এলাকায় ঢুকতে চেয়েছিলেন, তাঁদের সরিয়ে দেয়।

Canning Didir Doot: আগেই ওঁত পেতেছিল, 'দিদির দূত' এলাকায় ঢুকতেই 'কুকুরের মতো' তাড়া করল পুলিশ...
ক্যানিংয়ে দিদির দূতদের দিকে পুলিশি তাড়ার অভিযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 1:25 PM

দক্ষিণ ২৪ পরগনা: ‘দিদির সুরক্ষাকবচ’ আসলে বিষয়টা কী? তা বোঝাতে বিশেষ কর্মসূচি নিয়েছিলেন ‘দিদির দূত’রা। দিদির দূতেরা কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই বাধা পেলেন। বাধা দেওয়ার অভিযোগ উঠল দলেরই কর্মীদের বিরুদ্ধে। আর পুলিশের বিরুদ্ধেই উঠল তৃণমূলের কর্মীদের দিকে কুকুরের মতো তাড়া করার অভিযোগ। তুলকালাম কাণ্ড ক্যানিংয়ে। রবিবার সকালে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ক্যানিংয়ের হেড়োভাঙা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ক্যানিংয়ের হেড়োভাঙা এলাকায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির প্রচারে বেরিয়েছিলেন দিদির দূতেরা। অভিযোগ, কোনও কারণ ছাড়াই পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মোতায়েন করা হয়েছিল সেখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় যাতে ‘দিদির দূতেরা’ ঢুকতে না পারেন, তার জন্য হেড়োভাঙা বাজারের ওপর কয়েকজন তাঁদের বাধা দেন। তাঁরা প্রত্যেকেই তৃণমূলের অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থক বলে অভিযোগ। এরপর ময়দানে নামে পুলিশ। অভিযোগ পুলিশ রীতিমতো কুকুরের মতো লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের তাড়া করে এলাকা ছাড়া করেন।

কিছুটা ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে। বেশ কিছুটা উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ তৃণমূল কর্মী, যাঁরা দিদির দূত হিসাবে এলাকায় ঢুকতে চেয়েছিলেন, তাঁদের সরিয়ে দেয়।

পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। এ প্রসঙ্গে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মদন নস্কর বলেন, “দিদি-অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব আমাদের ওপর দিয়েছে, সেগুলি আবার বাধা দিচ্ছে প্রশাসনই। দিদিকে আমি অভিনন্দন জানাই, হাততালি দিই। দিদি এই ভিডিয়ো ওখানে বসে বসে দেখুন, কারা অত্যাচার করছে আমাদের প্রতি। পুলিশ প্রশাসন আমাদের কুকুরের মতো তাড়া করেছে, দিদি দেখুন এটা।”

অন্যদিকে, গোপালপুর তৃণমূলের কনভেনার আদিত্য বৈদ্য বলেন, “বাংলা জুড়ে দিদির কর্মসূচি চলছে। আগামী ২৫-২৬ এখানে দিদির সুরক্ষাকবচ কর্মসূচি রয়েছে। আজকে কে বা কারা এটা করছেন, আমার জানা নেই। তাঁরা আমাদের দলের লোক হতে পারেন না। কিংবা দলের শুভাকাঙ্খী নন।”