Diamond Harbour: মধ্যরাতে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, রাক্ষুসে আগুনে ঝলসে গেল চামড়ার কারখানা

Diamond Harbour: আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে,  শর্ট সার্কিটের জেরে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়বে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভোর তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে।

Diamond Harbour: মধ্যরাতে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, রাক্ষুসে আগুনে ঝলসে গেল চামড়ার কারখানা
ডায়মন্ড হারবারে বিধ্বংসী আগুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2024 | 7:50 AM

ডায়মন্ড হারবার:  ভোররাতে ডায়মন্ড হারবারের নেতাড়া স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত একটি চামড়ার কারখানা। খাবারের হোটেল-সহ ১৫টির বেশি দোকান। খবর পেয়ে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে,  শর্ট সার্কিটের জেরে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়বে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভোর তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে।

স্থানীয় বাসিন্দা জানান, তাঁরা প্রথমে বিষয়টা বুঝতেই পারেননি। তারপর বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। দ্রুতই দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। সেই পরিস্থিতিতে  স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঘর থেকে বালতি-গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। কিন্তু নিমেশের মধ্যে লেলিহান শিখা গ্রাস করতে থাকে কারখানার সিংহ ভাগ।

দমকল ঘণ্টা তিনেকের চেষ্টায় কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন গোটা এলাকায় চামড়া পোড়ার গন্ধ, কালো ধোঁয়ায় অন্ধকার। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন দমকল কর্মীরা।