Abhishek Banerjee: রেকর্ড মার্জিনে জয়! ডায়মন্ড হারবারে হ্যাটট্রিক অভিষেকের

Abhishek Banerjee: ডায়মন্ড হারবার থেকে অভিষেকের জয় প্রত্যাশিতই ছিল বলে মত রাজনৈতিক মহলের। অতীতে তাঁর উন্নয়নের 'ডায়মন্ড হারবার মডেল' বিপুল চর্চিত হয়েছে বঙ্গ রাজনীতিতে। 'এক ডাকে অভিষেক' কর্মসূচিও জনসংযোগে নতুন মাত্রা যোগ করেছিল।

Abhishek Banerjee: রেকর্ড মার্জিনে জয়! ডায়মন্ড হারবারে হ্যাটট্রিক অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2024 | 7:35 PM

ডায়মন্ড হারবার: রেকর্ড ব্যবধানে জিতে ডায়মন্ড হারবার থেকে হ্যাটট্রিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জয়ের মার্জিনে বাংলায় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাস (ববি) ধারেকাছে ঘেঁষতে পারেননি। ব্যবধান ৭ লাখেরও বেশি। মঙ্গলবার গণনা পর্বের শুরু থেকেই ডায়মন্ড হারবারে একাই রাজ করেছেন অভিষেক। শেষে ১০ লাখেরও বেশি ভোটের বিপুল জনমত নিয়ে ফের একবার দিল্লি যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

ডায়মন্ড হারবার থেকে অভিষেকের জয় প্রত্যাশিতই ছিল বলে মত রাজনৈতিক মহলের। অতীতে তাঁর উন্নয়নের ‘ডায়মন্ড হারবার মডেল’ বিপুল চর্চিত হয়েছে বঙ্গ রাজনীতিতে। ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচিও জনসংযোগে নতুন মাত্রা যোগ করেছিল। অভিষেক নিজেও একাধিক সময়ে একাধিক বক্তব্যে ‘ডায়মন্ড হারবার মডেলের’ কথা বলেছেন। তাঁর সাংসদকালে গত এক দশকে কত টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে ডায়মন্ড হারবারে, সে কথাও ভোটের প্রচার পর্বে তুলে ধরেছেন অভিষেক।

অভিষেকের বিপরীতে প্রার্থী বাছাইয়ে দেরি হওয়া নিয়েও, খোঁচা খেতে হয়েছিল বিরোধীদের। শেষে বিজেপির থেকে প্রার্থী করা হয় দলের জেলা সংগঠনের অন্যতম মুখ অভিজিৎ দাসকে (ববি)। অন্যদিকে সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছিল দলের যুব নেতা প্রতীক-উর-রহমানকে। কিন্তু ইভিএমে বিরোধীদের কেউই সেভাবে ছাপ ফেলতে পারলেন না। বিপুল মার্জিনে ডায়মন্ড হারবার থেকে জয়ের হ্যাটট্রিক করে ফেললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।