মমতার ‘কানে কানে’ মোদী বলে গেলেন, বারাণসী থেকে লড়লে কী হবে?
'ওখানে ২ মিনিট অন্তর শুনতে হবে হর হর মহাদেব, কী হবে আপনার!' এই ভাষাতেই মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)
সোনারপুর: ‘নন্দীগ্রামে হেরে যাচ্ছেন মমতা’, বিভিন্ন সভা থেকে এমনটা দাবি করছেন বিজেপি (BJP) নেতারা। এরই মধ্যে আবার মমতার দ্বিতীয় আসন থেকে লড়ার জল্পনা উস্কে দিয়ে গিয়েছিলেন মোদী (Narendra Modi)। আর তা নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। দলের তরফেই শুধু নয়, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সভায় গিয়ে সাফ জানিয়েছেন যে তিনি আর কোনও কেন্দ্র থেকে লড়বেন না। এসবের মধ্যে মোদীকে খোঁচা দিতে মহুয়া মৈত্র (Mahua Moitra) লিখে বসলেন, ‘হ্যাঁ মমতা লড়বেন, বারাণসী থেকে’। এবার রাজ্যে এসে সেই খোঁচার জবাব দিলেন মোদী। বারাণসীতে যেতেই পারেন! কিন্তু গেলে মমতার কী হবে সেটাই বলে গেলেন তিনি।
নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসী। এই কেন্দ্রই তাঁকে প্রধানমন্ত্রিত্ব দিয়েছে। মহুয়ার টুইট তাই নিছক খোঁচা নয়, চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তিনি মমতাকে বোঝানোর চেষ্টা করেছেন বারাণসীতে গেলেও লাভ হবে না খুব একটা। মোদী এই দ্বিতীয় আসন থেকে লড়ার জল্পনা তৈরি করার পর দলের তরফে তা অস্বীকার করে জানানো হয় একটি আসন থেকেই লড়বেন মমতা। এরপর তৃণমূল সাংসদ তাঁর টুইটে লেখেন, ‘হ্যাঁ মমতা দ্বিতীয় আসন থেকে লড়বেন, আর সেই কেন্দ্র হবে বারাণসী। সুতরাং তৈরি থাকুন।’ মহুয়ার সেই টুইটের জবাব দিয়েই শনিবার সোনারপুরের সভা থেকে মোদী বলেন, বাংলায় হেরে যাবেন ধরে নিয়েই দলের সদস্যরা মমতাকে বারাণসীতে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এই প্রসঙ্গে মোদী এও মনে করিয়ে দিয়েছেন যে হলদিয়া থেকে বারাণসী যাওয়ার জলপথ তৈরি করবে বিজেপি। এ কথা শুনেই নাকি মমতার বারাণসী যাওয়ার ইচ্ছে হয়েছে, এমনটাও মন্তব্য করেন তিনি। আর সেখানে গেলেও যে তাঁকে বহিরাগত বলা হবে না। মমতাকে সেই খোঁচাও এ দিন দিলেন নমো। তিনি বলেন, কাশী-বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত, ট্যুরিস্ট বা ট্যুরিস্ট গ্যাং বলবে না। লোকসভায় তাঁর সঙ্গে লড়ার আহ্বান জানিয়ে মোদী বলেন, ‘লোকসভায় আপনি আসতেই পারেন। ওখানকার মানুষ আপনাকে এত ভালোবাসবে যে দিল্লিও যেতে দেবে না।’
বারাণসীতে গেলে মমতাকে কী কী সহ্য করতে হবে, সেই বার্তাও দিয়েছেন মোদী। ভোট প্রচারের সভায় মমতা বারবার দাবি করেছেন, উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা এনেছে বিজেপি। তিনি বলেছেন, পায়ে চটি, কপালে তিলক পরে উত্তরপ্রদেশ থেকে গুণ্ডা এসেছে। আর জয় শ্রী রাম শুনলে মমতার প্রতিক্রিয়া কী হয়, তা সর্বজনবিদিত। এ দিন মোদী বলেন, ‘আপনার কানে কানে শুনিয়ে যেতে চাই, বারাণসীতে গেলে চটি আর কপালে সিঁদুর পরা লোক দেখতে পাবেন। আর এখানে আপনি জয় শ্রী রাম শুনেই বিরক্ত হন, ওখানে গেলে তো আপনাকে ২ মিনিট অন্তর হর হর মহাদেব শুনতে হবে। কী হবে আপনার?
আরও পড়ুন: তারকেশ্বরে হেরে আবার দিল্লি ফিরে যাবে, স্বপন দাশগুপ্তকে তীব্র আক্রমণ মমতার
উল্লেখ্য দ্বিতীয় দফা ভোটের দিন মোদী জল্পনা তৈরি করে বলেন নন্দীগ্রামে হেরে যাবেন তাই অন্য কোনও আসনে লড়তে পারেন মমতা। এরপরই তৃণমূল সেই জল্পনা নস্যাৎ করে দাবি করেন মমতার আর কোনও আসনে লড়ার সম্ভাবনা নেই। পরে জনসভা থেকে মমতাও বলেন, ‘আমি নন্দীগ্রামেই জিতব, আর কোথাও দাঁড়াব না।’ এ দিন মোদী বলেন, যদি দ্বিতীয় আসন থেকেও হেরে যান, সেই ভয়েই মমতা আর কোথাও দাঁড়ানোর সিদ্ধান্ত বদলেছেন।