Joynagar: স্ত্রীর কোলে মাথা রেখে শুয়ে কাতরাচ্ছেন স্বামী, ভরা হাটে দুষ্কৃতী তাণ্ডব
Joynagar: আক্রান্ত তরুণ মণ্ডলের স্ত্রী বলেন, "কী হয়েছে আমিও বলতে পারব না। মারামারি হচ্ছিল শুনে আমি ওকে আগলাচ্ছিলাম। কেন এটা হল কিছুই জানি না। পরে হাসপাতালে আছে খবর পাই। মাথায় চোখে খুব যন্ত্রণা হচ্ছে ওর। বুকেও লেগেছে।"
দক্ষিণ ২৪ পরগনা: দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল জয়নগরে। দুষ্কৃতী তাণ্ডব, দোকান ভাঙচুর, মারধর এমনকী গুলি পর্যন্ত চলে বলে অভিযোগ উঠেছে। জয়নগর থানার অন্তর্গত খাকুড়দহ হাটে রবিবার এই ঘটনা ঘটে।
অভিযোগ, এদিন একদল এসে এলাকায় তাণ্ডব চালায়। একাধিক দোকানে ভাঙচুর করা হয়। লুঠপাঠও চলে বলে অভিযোগ। এমনকী গুলিও চলে বলে উঠছে অভিযোগ। দু’জনকে মারধরও করা হয়েছে। তরুণ মণ্ডল নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে এলাকায় যায় জয়নগর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার হয়েছে বলে খবর। আহতকে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
আক্রান্ত তরুণ মণ্ডলের স্ত্রী বলেন, “কী হয়েছে আমিও বলতে পারব না। মারামারি হচ্ছিল শুনে আমি ওকে আগলাচ্ছিলাম। কেন এটা হল কিছুই জানি না। পরে হাসপাতালে আছে খবর পাই। মাথায় চোখে খুব যন্ত্রণা হচ্ছে ওর। বুকেও লেগেছে।” দেবল দাস নামে স্থানীয় এক দোকানি জানান, তাঁর দোকানেও হামলা হয়েছে। গুলিও চলেছে বলে শুনেছেন। কারা জড়িত, সে প্রশ্ন যদিও এড়িয়ে গিয়েছেন দেবল, তরুণ মণ্ডলের স্ত্রী বা এলাকার লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।