Diamond Harbour: শ্বশুরবাড়ির টাকা চুরির অভিযোগ, গৃহবধূর মাথা ন্যাড়া করে দিলেন শাশুড়ি

Kakdwip Crime: ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। সেখানে নারায়নপুর গ্রামে এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন গৃহবধূ। তাঁর স্বামী বাড়িতে থাকেন না। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। আর এসবের মধ্যেই গৃহবধূর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল তাঁর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

Diamond Harbour: শ্বশুরবাড়ির টাকা চুরির অভিযোগ, গৃহবধূর মাথা ন্যাড়া করে দিলেন শাশুড়ি
কাকদ্বীপে শাশুড়ির বিরুদ্ধে মারাত্মক অভিযোগImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 25, 2023 | 11:31 AM

ডায়মন্ড হারবার : ফের মধ্যযুগীয় বর্বরতা শিকার এক গৃহবধূ। অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে টাকা চুরি করেছেন ওই মহিলা। আর সেই থেকেই মহিলাকে মারধর করে তাঁর চুল কেটে মাথা ন্যাঁড়া করে দেওয়ার অভিযোগ উঠল গৃহবধূর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। সেখানে নারায়নপুর গ্রামে এই ভয়ঙ্কর ঘটনার শিকার হন গৃহবধূ। তাঁর স্বামী বাড়িতে থাকেন না। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। আর এসবের মধ্যেই গৃহবধূর উপর অমানবিক অত্যাচারের অভিযোগ উঠল তাঁর শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধেয় বাড়িতে হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রথমে বিষয়টি পারিবারিক ঝামেলা ভেবে এড়িয়ে গেলেও, ক্রমেই চিৎকার চেঁচামেচি বাড়তে থাকে। এরপর প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন এই কাণ্ড। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরাই মধ্যযুগীয় ওই অত্যাচারের কবল থেকে উদ্ধার করেন গৃহবধূকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে এবং অভিযুক্ত শাশুড়ি ও ননদকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে, স্বামী ভিন রাজ্যে যাওয়ায় শ্বশুরবাড়িতে শাশুড়ি ও ননদের সঙ্গেই থাকতেন ওই মহিলা। মাঝেমধ্যেই ঝামেলা-অশান্তি লেগে থাকত। গতকাল বিকেলে গৃহবধূর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন শ্বশুরবাড়ির লোকেরা। সেই অভিযোগেই গৃহবধূকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুধু সেখানে থেমে থাকেননি শাশুড়ি ও ননদ। এরপর জোর করে গৃহবধূর মাথা মুণ্ডন করে দেওয়া হয় বলেও অভিযোগ। সেই সময় গৃহবধূ বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় চিৎকার চেঁচামেচি। সেই চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকেরা গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন।