South 24 Parganas Arms Recover: দোলের আগের তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক ১৪

Arms Recovered: হোলি ও দোলের সময়ে মদ ও মাদকজাত দ্রব্য সেবন করে এলাকায় যাতে কেউ অশান্তি ছড়াতে না পারে সেই জন্য বিভিন্ন মদের ঠেকে তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশিতে দুই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

South 24 Parganas Arms Recover: দোলের আগের তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক ১৪
আগ্নেয়াস্ত্র উদ্ধার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2022 | 1:39 PM

দক্ষিণ ২৪ পরগনা: দোলের আগে নিয়মমাফিক তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আটক ১৪। হোলি ও দোলের আগে অশান্তি এড়াতে বাসন্তী থানার পুলিশ সমস্ত এলাকা জুড়ে স্পেশাল অপারেশন চালাচ্ছে। কেষ্ট বাবুর চক এলাকা থেকে সাবির পাইক নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃত সাবির একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই চার বছর জেলে থাকার পর সে ছাড়া পায় এবং নতুন করে অপরাধ মূলক কাজে নেমে পড়ে। ধৃত দুষ্কৃতীকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে। এছাড়া তল্লাশিতে বিভিন্ন ঘটনায় জড়িত মোট ১৪ জন অভিযুক্তকে ধরা হয়।

হোলি ও দোলের সময়ে মদ ও মাদকজাত দ্রব্য সেবন করে এলাকায় যাতে কেউ অশান্তি ছড়াতে না পারে সেই জন্য বিভিন্ন মদের ঠেকে তল্লাশি চালানো হচ্ছে। এই তল্লাশিতে দুই মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। সৌমিত্র কয়াল নামে একজনকে অটো সমেত গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৩৩৪ বোতল দেশি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়। প্রায় ২০০ লিটার মদ উদ্ধার হয়। তাছাড়া পূর্ব বয়ার সিং হতে প্রতাপ বর নামে আরও এক মদ বিক্রেতাকে গ্রেফতার করা হয়, যার ঠেক থেকে প্রায় ১০ লিটার দেশজ মদ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: Madhyamik Examination 2022: মাধ্যমিকে টুকলি করতে দেননি শিক্ষকরা, তা বলে মাঝরাতে এমন কাণ্ড! ভয়ে কাঁটা প্রধান শিক্ষকই

আরও পড়ুন: Hooghly Crime: নেশার টাকা দিতে অস্বীকার, মত্ত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে ‘মারধর’ সিভিক ভলেন্টিয়ারের