Hooghly Crime: নেশার টাকা দিতে অস্বীকার, মত্ত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে ‘মারধর’ সিভিক ভলেন্টিয়ারের
Hooghly Crime: বুধবার গভীর রাতে বিজু অ্যাম্বুলেন্স নিয়ে এলাকায় ফেরেন। রাতে সে সময় এলাকাতেই মত্ত অবস্থায় ছিল চুঁচুড়া থানার সিভিক ভলান্টিয়ার আকিব জাভেদ (রাজা) এবং পার্থ পাশওয়ান।
হুগলি: মদের টাকা না দেওয়ায় মারধর করার অভিযোগ উঠল অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে অ্যাম্বুলেন্স। বুধবার রাত আড়াইটা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার পাঙ্খাটুলি মিত্রবাগান বিবিরগলিতে। ঘটনায় জখম হয়েছেন অ্যাম্বুলেন্স চালক বিজু মন্ডল (৩৪)। তিনি চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। বিজু চুঁচুড়া হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালান।
বুধবার গভীর রাতে বিজু অ্যাম্বুলেন্স নিয়ে এলাকায় ফেরেন। রাতে সে সময় এলাকাতেই মত্ত অবস্থায় ছিল চুঁচুড়া থানার সিভিক ভলান্টিয়ার আকিব জাভেদ (রাজা) এবং পার্থ পাশওয়ান। মত্ত এই দুই যুবক পুনরায় মদ খাওয়ার জন্য বিজুর কাছে টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকার করাতেই বিজুকে রাজা ও পার্থ ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি অ্যাম্বুলেন্সেও ভাঙচুর চালায় তারা।
একটি বাড়ির জানালার কাঁচও ভাঙা হয়। চিৎকার চেঁচামেচিতে স্থানীয়দের ঘুম ভাঙে। এরপর চম্পট দেয় রাজা ও পার্থ। বিজুকে চিকিৎসার জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ধরনের ঘটনা নতুন নয় বলে স্থানীয়দের অভিযোগ। আরও অভিযোগ, রাজার পরিবারের একাধিক ব্যাক্তি পুলিশে চাকরি করে বলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাজা এরকমই আচরণ করে থাকে। ও কাউকেই সেভাবে পরোয়া করে না। কয়েক জন রয়েছেন ওঁদের বাড়িতে, যাঁরা রাজ্য পুলিশের কর্মী। ফলে সেই ভয়টা লোককে দেখাতে থাকে। গ্রেফতারির ভয় থাকে না। আরও বেপরোয়া হয়ে উঠছে দিন দিন।” যদিও রাজার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।