TV9 Impact: TV9 বাংলার খবরের জেরে ব্যবসায়ীকে ‘চাঁদা’ ফেরাল তৃণমূল, বহিষ্কার নেতাকেও
TMC Diamond Harbour: স্ত্রীর চিকিৎসা করাতে না পেরে দোকান বিক্রি করে দিয়েছিলেন ব্য়বসায়ী। সেই বিক্রির টাকা থেকেই তৃণমূলের বিলে ৭ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।
ডায়মন্ড হারবার: ঠিক যেভাবে পুজোর চাঁদা নেওয়া হয়, সেভাবেই বিল ছাপিয়ে চাঁদা নিয়েছিলেন তৃণমূল নেতা। ঋণের বোঝা মাথায় নিয়ে যে ব্যবসায়ী নিজের সম্বল দোকানঘরটা বিক্রি করে দিয়েছেন, তাঁর কাছ থেকেই নেওয়া হয়েছিল টাকা। দোকান বিক্রির টাকায় শাসক দলের নেতা ভাগ বসানোর পর ব্য়বসায়ী অভিযোগ সামনে আসতেই শুরু হয় বিতর্ক। TV9 বাংলায় খবর প্রকাশ হওয়ার পর দাঁড়িয়ে থেকে ব্যবসায়ীকে টাকা ফেরালেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা। শুধু তাই নয়, চাঁদা নেওয়ার বিলে যে দুই তৃণমূল নেতার সই ছিল, তাঁদেরকেও বহিষ্কার করা হয়েছে।
টাকা নেওয়ার অভিযোগ জানিয়েছিলেন উৎপল বারিক নামে এক ব্যবসায়ী। তিনি দাবি করেছিলেন, স্ত্রীর চিকিৎসা করাতে না পেরে দোকান বিক্রি করে দিয়েছিলেন তিনি। সেই বিক্রির টাকা থেকেই তৃণমূলের বিলে ৭ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন তিনি।
খবর প্রকাশ্যে আসার পর মঙ্গলবার নামখানা ব্লক নেতৃত্ব ব্যবসায়ী উৎপল বারিককে দলীয় অফিসে ডেকে ৭ হাজার টাকা ফেরত দেন। এই বিলে সই থাকা বুথ সভাপতি লক্ষ্মীকান্ত পড়ুয়া ও তৃণমূল কর্মী পঞ্চানন পড়ুয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি এই বহিষ্কারের কথা জানিয়েছেন। তৃণমূল নেতা বলেন, “খবর শোনার পরই আমরা তৃণমূল নেতাকে ডেকে হয়েছিল। আমরা বলে দিয়েছিলাম, বিল বই ছাপিয়ে টাকা নেওয়ার আমাদের এলাকায় নিদর্শন নেই। আমরা দাঁড়িয়ে থেকে উৎপল বাবুকে টাকা ফেরত দিই। এরকম ঘটনা যাতে আগামিদিনে না ঘটে, সে দিকে নজর রাখা হচ্ছে।”