আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির বুথ সভাপতি গ্রেফতার, উদ্ধার তাজা বোমা

আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির (Bengal BJP) বুথ সভাপতি গ্রেফতার, উদ্ধার প্রচুর তাজা বোমা। এলাকায় (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্য বজবজে।

আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির বুথ সভাপতি গ্রেফতার, উদ্ধার তাজা বোমা
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Apr 02, 2021 | 5:21 PM

দক্ষিণ ২৪ পরগনা: আগ্নেয়াস্ত্র-সহ বিজেপির (Bengal BJP) বুথ সভাপতি গ্রেফতার, উদ্ধার প্রচুর তাজা বোমা। এলাকায় (West Bengal Assembly Election 2021) চাঞ্চল্য বজবজে।

বুধবার রাতে বজবজ থানায় ফোন করে কোন ব্যক্তি খবর দেন, গোবর ঝুরি খালধারের সামনে কোন এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই মতই বজবজ থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিশ্বজিৎ পোললে নামে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে জানা যায় ওই ব্যক্তি বজবজ থানার পুরনো একটি মামলায় পলাতক আসামী।

স্বাভাবিকভাবেই অস্ত্র তার কাছে কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন ওঠে। জেরায় ওই ব্যক্তি পুলিশকে জানায়, ভোটে সন্ত্রাস ছড়ানোর জন্য সে প্রচুর বোমও মজুত রেখেছে। এমনকি নিজের বাড়ির সামনেও একটি বোম ফাটিয়েওছিল। সেই মতই বজবজ থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে গিয়ে বুইতা দাসপাড়া সংলগ্ন পুরাতন তারা মা মন্দিরের পেছনের জঙ্গল থেকে দু ব্যাগ ভর্তি ২১ টি তাজা বোমা উদ্ধার করে।

এই বিপুল পরিমাণ তাজা বোমা থানায় নিয়ে আসাটাও ঝুঁকি সাপেক্ষ বলে ঘটনাস্থলেই বোম্ব স্কোয়াড এবং ফায়ার-ব্রিগেডকে ডেকে বোমগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আজ বিশ্বজিৎকে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইন অনুযায়ী আলিপুর আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন: ‘আপনাদের একটা কথা বলে যাচ্ছি, কাউকে এখনই বলার দরকার নেই…’ শাহের গোপন কথা

প্রসঙ্গত, এই বিশ্বজিৎ পোললে বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের অঞ্চলের বুথ সভাপতি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় ভোটের আগে বিজেপিকে বদনাম করার উদ্দেশ্যেই মিথ্যা মামলায় তাদের কর্মীদের পুলিশ কেস দিচ্ছে। অপরপক্ষে তৃণমূলের প্রতিক্রিয়া, বিশ্বজিৎ পোললে নিজে পুলিশকে নিয়ে গিয়ে বোমা উদ্ধারে সাহায্য করেছে। সমগ্ৰ ঘটনার ভিডিয়োগ্রাফিও করা আছে। মূলত ভোটে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশেই এই বোমা মজুত রাখা হয়েছিল বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়।