West Bengal Panchayat Elections 2023: ‘তৃণমূলকে ভোট দিতে চাপ’, রাজি না হওয়ায় ‘গুলি’ ফুঁড়ে গেল বাম সমর্থকের চোয়াল
West Bengal Panchayat Elections 2023: অভিযোগ, এই কথা বলতেই বচসার সূত্রপাত। এই বচসা চলাকালীন শেখ বাপি নামে এক যুবক খইরুলকে লক্ষ্য করে গুলি চালান। জানা গিয়েছে, শেখ বাপি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত।
দক্ষিণ ২৪ পরগনা: বাম সমর্থক তিনি। তাঁকে চাপ দেওয়া হয়েছিল তৃণমূলকে ভোট দেওয়ার জন্য। তিনি প্রতিবাদ করেছিলেন। আর তা নিয়ে বচসায় চলল ‘গুলি’। বাম সমর্থককে লক্ষ্য করে গুলিচালনার অভিযোগ উঠল। সেই গুলি কাঁধে লাগে, তা চোয়াল ফুঁড়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজে। জানা গিয়েছে, বজবজ ২ নম্বর ব্লকের সাতগাছিয়া বিধানসভার গজপওয়ালি গ্রামে এক বাম কর্মীকে লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, সোমবার রাতে তৃণমূলের পক্ষ থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় খইরুল শেখ নামে এক বাম কর্মী সমর্থককে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপ তৈরি করা হয়। খইরুল জানান, তিনি কাকে ভোট দেবেন, সেটা তাঁরই ব্যক্তিগত ব্যাপার।
অভিযোগ, এই কথা বলতেই বচসার সূত্রপাত। এই বচসা চলাকালীন শেখ বাপি নামে এক যুবক খইরুলকে লক্ষ্য করে গুলি চালান। জানা গিয়েছে, শেখ বাপি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খইরুলের কাঁধে গুলি লেগে চোয়াল ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।
গুলি করে অভিযুক্তরা এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা এসে আক্রান্তকে প্রথমে বজবজের একটি নার্সিংহোমে ভর্তি করান। পরবর্তীকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে তৃণমূলের পক্ষ থেকে সমগ্র ঘটনাটি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে এটি কোন রাজনৈতিক ঘটনা নয়। তাঁদের বক্তব্য, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
শেখ বাপির সঙ্গে দলের কোনও প্রকার সম্পর্ক নেই বলেও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। বজবজ ২-এর সহকারি সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় বলেন, “শেখ বাপির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। শেখ বাপি নামে আমি কাউকে চিনিই না। এটা ব্যক্তিগত সমস্যা। ঝামেলার দায় তৃণমূলের ঘাড়ে চাপানো হচ্ছে।” আতঙ্কে কাটাচ্ছেন খইরুলের পরিবারের সদস্যরা। অভিযুক্ত শেখ বাপি পলাতক। তাঁর খোঁজে নোদাখালি থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।