West Bengal Panchayat Elections 2023: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মৃতের পরিবার

West Bengal Panchayat Elections 2023: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল কার কাছে থাকবে, তা নিয়ে দুই দুষ্কৃতীর গন্ডগোল। আর তার জেরে গুলি চলেছে বলে অভিযোগ। গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকের।

West Bengal Panchayat Elections 2023: গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর, বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মৃতের পরিবার
বিষ্ণুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 1:38 PM

দক্ষিণ ২৪ পরগনা: ভোটের পর বেলাগাম হিংসা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল কর্মীর। শুক্রবার রাতে তৃণমূল কর্মী প্রলয় মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাড়ির সামনেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল কার কাছে থাকবে, তা নিয়ে দুই দুষ্কৃতীর গন্ডগোল। আর তার জেরে গুলি চলেছে বলে অভিযোগ। গুলি বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেসের সমর্থকের। পরিবারের সদস্যদের বক্তব্য, বীরেন মণ্ডল ও প্রণব ওরফে বেতাল মণ্ডলের মধ্যে এলাকার দখলদারি নিয়ে ঝামেলা ছিল। এই ঝামেলা থেকে প্রণব মণ্ডলকে সরিয়ে আনতে চেয়েছিলেন তাঁর ভাই প্রলয় মণ্ডল। সেই কারণে তাঁর উপর ক্ষোভ ছিল বীরেনের। অভিযোগ, সেই আক্রোশ থেকেই বীরেন ও তাঁর অনুগামীরা প্রলয় মণ্ডলকে গুলি করে খুন করে।

তৃণমূল কংগ্রেসের বক্তব্য, প্রলয় মণ্ডল তাদের সমর্থক ছিলেন। প্রণবের বক্তব্য, তিনি ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন। আর বীরেন বিজেপির হয়ে কাজ করেছেন। দু’পক্ষের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত বিবাদ ছিল। রাজনৈতিক কারণে তাঁর ভাইকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকে পলাতক বীরেন মণ্ডল। তাঁর পরিবারের সদস্যরা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “বীরেন অনেকদিন ধরেই এলাকা ছাড়া ছিল। আমরা নির্বাচনের পর এলাকায় পুলিশ পিকেট বসাতে চেয়েছিলাম। স্থানীয় বাসিন্দারা বলেছিলেন প্রয়োজন নেই। বীরেন কাল ওঁর দলবল নিয়ে বাইক নিয়ে এলাকা ঢোকে। প্রলয়কে সামনে পেয়ে গুলি চালিয়ে দেয়। এর পিছনে পুরনো শত্রুতাও কাজ করছে।” যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।