অবশেষে জনসমক্ষে শিশির অধিকারী, কী বললেন কাঁথির সাংসদ?
করোনার প্রকোপের সময় বেশিরভাগ সময়টাই ঘরেই কাটিয়েছিলেন শিশিরবাবু। এরপর তাঁর পরিবারে রাজনৈতিক তুফান বয়ে গিয়েছে বলা চলে।
পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারী তৃণমূল (TMC) থেকে ইস্তফা দেওয়া ইস্তক তাঁকে জনসমক্ষে আসতে দেখা যায়নি। অবশেষে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে এলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। তবে কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। একটি ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারীর বাবা তথা বর্ষীয়ান এই তৃণমূল নেতা।
বয়সটা কম হয়নি। নয় নয় করে প্রায় ৮০। ফলে করোনার প্রকোপের সময় বেশিরভাগ সময়টাই ঘরেই কাটিয়েছিলেন শিশিরবাবু। এরপর তাঁর পরিবারে রাজনৈতিক তুফান বয়ে গিয়েছে বলা চলে। দুই ছেলে শুভেন্দু ও সৌমেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দিব্যেন্দুও একই পথের পথিক হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। নিজের দলের নেতাদের থেকেই কম কটাক্ষ সহ্য করতে হয়নি তাঁকে। তবে রাজনৈতিক ডামাডোলের মধ্যেও নিজের ধৈর্যচ্যুতি ঘটাননি কাঁথির সাংসদ।
আগামিকাল মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে খুদে পড়ুয়াদের অনুরোধ রাখতে কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে বাইরে পা রাখেন শিশিরবাবু। কাঁথির প্রভাত কুমার কলেজ সংলগ্ন আন্তরিক ক্লাবের পুজো মণ্ডরের দ্বারোদ্ঘাটন ও প্রতিমার আবরণ উন্মোচনের জন্য হাজির হন তিনি। এই ক্লাবের সঙ্গে যুক্ত শিশিরবাবুর একমাত্র নাতি দেবদ্বীপ যুক্ত। তাই সশরীরে তিনি নিজেই উপস্থিত হন। প্রসঙ্গত, এই মাঠ থেকেই রাজনৈতিক সভা করে শুভেন্দুকে ‘তুই তোকারি’ করে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের সমাজ বিরোধীদের পিটিয়ে ঘরে ঢোকাতে হবে: সায়ন্তন
পুজো মণ্ডপ উদ্বোধনের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থেকেছেন শিশির। তিনি বলেন, “ছোট ছোট ছেলেমেয়েরা এই পুজোর আয়োজন করেছে। আগামী কয়েকদিন মনোরম অনুষ্ঠান-সহ মায়ের আরাধনা করবে ওরা। এলাকার মানুষকে আনন্দ দেবে। মানুষও সহযোগিতা করবেন। ছেলেমেয়েরা যাতে আরও বেশি করে শিক্ষায় ব্রতী হয় তার জন্য মায়ের কাছে কামনা করবেন।”
আরও পড়ুন: মইদুলের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস মমতার, সঙ্গে তুললেন প্রশ্নও