জীবনযুদ্ধে হেরেও ভোটের লড়াইয়ে অপরাজিত কাজল
খড়দহে ভোট মেটার একদিন পরই প্রয়াত হন তৃণমূলের এই প্রার্থী।
কলকাতা: দল ও নিজের জয় দেখে যেতে পারলেন না খড়দহের প্রয়াত তৃণমূল প্রার্থী কাজল সিনহা। করোনায় প্রাণ হারালেও এ দিন খড়দহ বিধানসভা কেন্দ্রে হাসতে হাসতে জয়লাভ করেন তিনি। খড়দহের ফলাফল প্রকাশের পর দেখা যায়, প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন কাজল। দলবদলু বিজেপি নেতা নেতা শীলভদ্র দত্তকে বিরাট ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
গণনা শেষে দেখা যাচ্ছে, মোট ৪১ হাজার ৬৭৪ টি ভোট পেয়েছেন কাজল সিনহা। অন্যদিকে, তৃণমূলের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ টি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের দেবজ্যোতি দাস।
যদিও খড়দহে নির্বাচনের আগের দিনই করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কাজল। ভর্তি হন হাসপাতালে। ভোটের দিনও হাসপাতালেই ছিলেন কাজল। খড়দহে ভোট মেটার একদিন পরই প্রয়াত হন তৃণমূলের এই প্রার্থী। ফলে তিনি বিপুল ভোটে জয়লাভ করলেও আগামী ৬ মাসের মধ্যে ফের একবার নির্বাচন হবে খড়দহে।
করোনায় আক্রান্ত হওয়ার পরই গত ২২ এপ্রিল বেলেঘাটা আইডি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন কাজল। পরিস্থিতি যে সঙ্কটজনক, তা তখনই জানিয়েছিলেন চিকিৎসকরা। সব রকম চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। খড়দহের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কাজল সিনহা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেনধন্যও। তাঁর মৃত্যুর পর মমতা বলেছিলেন, “দলকে জিতিয়ে দিয়ে ও চলে গেল।” ভোটের ফল বের হওয়ার পরও দেখা গেল, সত্যিই পরলোকে গিয়েও দলের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন কাজল।