Elephant Attack: হাতির হামলায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার, তিনদিনে ৪ জনের মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী

সাইকেলে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন থেকে একটি হাতি এসে যুবককে শুঁড়ে তুলে আছাড় মারে।

Elephant Attack: হাতির হামলায় প্রাণ গেল যুবক ও বৃদ্ধার, তিনদিনে ৪ জনের মৃত্যুতে আতঙ্কে এলাকাবাসী
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 12:06 PM

ঝাড়গ্রাম: ফের হাতির আক্রমণে (Elephant Attack) মৃত্যু হল এক যুবক ও এক বৃদ্ধার। এবার ঘটনাস্থল ঝাড়গাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকে। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পথেই হাতির হামলায় প্রাণ গেল যুবকের। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরে এক বৃদ্ধাও হাতির হানায় মারা যান সোমবার রাতে। এই নিয়ে পরপর তিনদিনে ৪ জনের মৃত্যু হল।

পুলিশ জানায়, মৃত যুবকের নাম সুজিত মাহাতো (২৫)। ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি অঞ্চলের ইন্দখাড়া গ্রামের বাসিন্দা সুজিত সাইকেলে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন থেকে একটি হাতি এসে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিতের। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ কাজ থেকে সাইকেলে ফিরছিলেন সুজিত মাহাতো। চুনপাড়ায় জঙ্গল লাগোয়া এলাকা থেকে তাঁর আর্ত চিৎকার শোনা যায়। তারপর স্থানীয়রা সেখানে ছুটে গেলে সুজিতকে মাটিতে পড়ে থাকতে দেখতে পান। তাঁর সাইকেল পাশে ছিটকে পড়ে রয়েছে। হাতির হামলাতেই সুজিতের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই সাঁকরাইল থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং সুজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গোটা ঘটনায় পুলিশ ও বন দফতরের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার রাত প্রায় দশটা নাগাদ ঝাড়গ্রাম ব্লকের বালিয়া গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পাঁচটি হাতি তাণ্ডব শুরু করে। সেই সময় বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে ছিলেন ৬৫ বছর বয়সী নমিতা মাহাতো। তাঁকে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয় হাতির দলটি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। চোখের সামনে ওই বৃদ্ধার মৃত্যু দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। নমিতা মাহাতোকে পা দিয়ে মেরে দেওয়ার পর হাতির দলটি বলিয়া গ্রামে তাণ্ডব শুরু করে। যার ফলে গ্রামবাসীরা দরজা-জানালা বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় দুটি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। শনিবার রাতে হাতির হামলায় আহত হন সাঁকরাইল ব্লকের কুলটিকরি ঘোড়াপাড়ার বাসিন্দা জিতু হেমব্রম। পরে তাঁর মৃত্যু হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার সকালে নয়াগ্রাম ব্লকের নিগুই জঙ্গলে ২৪ বছর বয়সী দময়ন্তী মাহাতো নামে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। তারপর এদিন ফের হাতির হামলায় ২ জনের মৃত্যুর ঘটনায় ঝাড়গ্রাম জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাতির হামলায় পর পর মৃত্যুর মিছিল অব্যাহত থাকায় ঝাড়গ্রাম জেলার জঙ্গল এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কার প্রহর গুনছেন। যদিও হাতিগুলি তাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।