গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল আফগান রাজধানী, নিহত ৩

জানা গিয়েছে, এই বিষ্ফোরণে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের জনসুরক্ষা বাহিনীর মুখপাত্র জিয়া ওয়াদান। তাঁর গাড়ি লক্ষ্য করেই আইডি বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই সহকর্মী সহ ওয়াদানের মৃত্যু হয়, আহত হন আরেক সহকর্মী।

গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল আফগান রাজধানী, নিহত ৩
বিস্ফোরণস্থল পরিদর্শন করছেন পুলিসকর্তারা।
Follow Us:
| Updated on: Jan 10, 2021 | 6:34 PM

কাবুল: ফের জঙ্গিহানার শিকার কাবুল (kabul)। রবিবার কাবুলের একটি জনবহুল রাস্তার ধারে একটি বিস্ফোরণে (Bomb blast) কেঁপে ওঠে গোটা শহর। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি, আহত একাধিক। নিহতদের মধ্যে একজন আবার আফগানিস্তানের জনসুরক্ষা বাহিনী (Public Protection Force)-র মুখপাত্র ছিলেন বলেই জানা গিয়েছে। এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির তালিবানের দিকেই।

এই বিষয়ে কাবুলের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তারিক আরিয়ান বলেন, “রবিবার সকালে পূর্ব কাবুলের একটি জনবহুল রাস্তায় এই বিস্ফোরণটি ঘটে।” জানা গিয়েছে, এই বিষ্ফোরণে প্রাণ হারিয়েছেন আফগানিস্তানের জনসুরক্ষা বাহিনীর মুখপাত্র জিয়া ওয়াদান। তাঁর গাড়ি লক্ষ্য করেই আইডি বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। ঘটনাস্থলেই দুই সহকর্মী সহ ওয়াদানের মৃত্যু হয়, আহত হন আরেক সহকর্মী।

আরও পড়ুন: পোপের মনেও করোনাভীতি, আগামী সপ্তাহেই নিতে পারেন টিকা

বিগত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন প্রমুখ ব্যক্তির উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। সরকার শান্তিস্থাপনের চেষ্টা করতে তালিবানদের সঙ্গে আলোচনা করলেও কিছুতেই তাঁদের বাগে আনা যাচ্ছে না। বিগত দিনে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানোর ঘটনার দায় স্বীকার করে নেয় তালিবান সংগঠন। এছাড়াও নতুন বছরের প্রথম দিনই স্থানীয় রেডিয়ো স্টেশনের অধিকর্তা তথা মানবাধিকার কর্মী বিসমিল্লা আইমাককেও খুব কাছ থেকে গুলি করে খুন করে জঙ্গিরা।

একের পর এক জঙ্গিহানায় চিন্তা বেড়েছে প্রশাসনের। তালিবান সংগঠনের সঙ্গে শান্তিস্থাপনে আলোচনায় আমেরিকার শান্তিচুক্তি ভঙ্গ করে সেনা মোতায়েনের বিষয়টিও উঠে এসেছে।বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-র নির্দেশ মতো কেবল ২৫০০ মার্কিন সেনা মোতায়েন থাকার কথা বলা হলে তালিবানি শীর্ষ নেতারা তাতে সাফ না করে দিয়েছেন।

আরও পড়ুন: এক সেকেন্ডেই বিদ্যুৎ পরিষেবা শূন্যে, অন্ধকারে ডুবল পাকিস্তান