Turkey Earthquake: ২৪ ঘণ্টায় তৃতীয়বার ভূমিকম্প! তুরস্ক-সিরিয়ায় মৃত বেড়ে ১৯০০, উদ্ধারকারী দল ও ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত
Turkey Earthquake: স্থানীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর ১৫ মিনিট বাদেই প্রথম আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭।
ইস্তানবুল: সপ্তাহের শুরুতেই বিপর্যয়। ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুরস্ক (Turkey) ও সিরিয়া (Syria)। ভূমিকম্পের জেরে কমপক্ষে ৫০০ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। ভোররাতে যখন সাধারণ মানুষ ঘুমাচ্ছিলেন, সেই সময় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮।
ভূমিকম্পের আপডেট দেখে নিন একনজরে-
- তৃতীয় ভূমিকম্পের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯০০।
- এদিনের সন্ধ্যার ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.৮।
- সোমবার সন্ধ্যায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক-সিরিয়ার সংলগ্ন এলাকা। এই নিয়ে ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত ৩টি ভূমিকম্প হল।
- সকালের পর দুপুরে ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.৫। এরপরই মৃতের সংখ্যা হাজারের গণ্ডি পেরোল।
- উদ্ধারকাজ যত এগোচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এদিনের ভূমিকম্পে কেবল তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ৯০০ আর তুরস্ক ও সিরিয়া মিলে সামগ্রিকভাবে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত সরকার। উদ্ধারকাজের জন্য NDRF-এর ১০০ জন সদস্য, প্রশিক্ষিত কুকুর সহ ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে পিএসও-র তরফে জানানো হয়েছে।
- তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
- ৫ ঘণ্টায় ২২বার আফটারশক হয়েছে তুরস্ক-সিরিয়ায়। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সরকার নিয়ন্ত্রিত সিরিয়াতেই মৃতের সংখ্যা ২৩৭। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
- ভূমিকম্পের জেরেই অগুনতি বাড়িঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপেও কম্পন অুনুভূত হয়। ভূমিকম্পের পরে একের পর এক আফটার শক(Aftershock)-ও হয়।
- জানা গিয়েছে, মাত্র ২ ঘণ্টার মধ্যেই ১৩ বার আফটার শক অনুভূত হয়েছে তুরস্ক, সিরিয়া ও তার আশেপাশের এলাকায়। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। তুরস্কের ভূমিকম্পের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
- তুরস্কের স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও অবধি ৫৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে।
- জানা গিয়েছে, সোমবার ভোর রাতে, যখন সাধারণ মানুষ ঘুমোচ্ছিলেন, তখনই ভূমিকম্প হয়। ফলে অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি। বাড়ি সমেতই তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান।
- জানা গিয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যেই ১৩ বার আফটার শক অনুভূত হয়েছে তুরস্ক ও সিরিয়ায়।
- অন্যদিকে, ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়াতেও। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশের উত্তর অংশ, যা তুরস্কপন্থীদের হাতে নিয়ন্ত্রিত, সেখানেও ভূমিকম্পের জেরে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
- সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকের বক্তব্য উল্লেখ করে একটি সংবাদসংস্থা জানিয়েছে, তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের জেরে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ জন। আলেপ্পো, হামা ও লাটাকিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
- স্থানীয় সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর ১৫ মিনিট বাদেই প্রথম আফটারশক অনুভূত হয়।
- রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭। বিগত এক দশকে এটিই সবথেকে ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইইপ এরডোগান টুইট করে লেখেন, “সকল নাগরিকদের সুরক্ষার কামনা করছি। আশা করছি মিলিতভাবে ন্যূনতম ক্ষয়ক্ষতির সঙ্গে আমরা এই বিপর্যয়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারব।”
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইটে শোক প্রকাশ করে লেখেন, “তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে সম্পত্তির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করছি। তুরস্কের মানুষদের পাশে রয়েছে ভারত এবং এই বিপর্যয়ের সঙ্গে লড়াই করার জন্য় যথাযথ সাহায্য করা হবে।”
Horrific news of tonight’s earthquake in #Turkey & northern #Syria — the damage looks extensive.
The epicenter region is home to millions of refugees and IDPs, many of whom live in tents & makeshift structures. This is the absolute nightmare scenario for them. And it’s winter. pic.twitter.com/oACzWYtWb2
— Charles Lister (@Charles_Lister) February 6, 2023
Massive #earthquake registered M7.8 hit the middle of Turkey. pic.twitter.com/mdxt53QlQ0
— Asaad Sam Hanna (@AsaadHannaa) February 6, 2023