বছরের শুরুতেই আসছে ৩ কোটি টিকা! বাংলাদেশবাসীকে আশ্বস্ত করল হাসিনা সরকার
হাসিনা 'নো মাস্ক, নো সার্ভিস' নীতির বাস্তবায়নে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঢাকা: বিশ্বের একাধিক দেশে শুরু হয়েছে করোনা প্রতিষেধকের টিকাকরণ। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারিতে সেখানেও করোনা প্রতিষেধকের টিকাকরণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পিছিয়ে নেই বাংলাদেশও (Bangladesh)। নতুন বছরের মে-জুন মাসের মধ্যে সে দেশেও পৌঁছে যাবে সাড়ে ৪ কোটি মানুষের টিকা। একথা জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিসভার বৈঠকের শেষে সচিব জানান, দেশে জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারির শুরতেই চলে আসবে ৩ কোটি টিকা। ইতিমধ্যেই সে দেশে শুরু হয়েছে টিকাকরণের প্রস্তুতি। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিশেষ দলকে। আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মে আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
হাসিনা ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতির বাস্তবায়নে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন। ভার্চুয়াল এই বৈঠকের পর, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুলের টিকার বিষয়ে যে আশাব্যঞ্জক কথা শুনিয়েছেন, তাতে খুশি বাংলাদেশবাসী।
আরও পড়ুন: ব্রিটেন, ইতালির পর অস্ট্রেলিয়া, নতুন রূপে থাবা বসাচ্ছে করোনা!
সে দেশে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ২ হাজার ১৮৩ জন। মোট করোনার বলি ৭ হাজার ৩১২ জন। নোভেল জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৬৯৪ জন। সক্রিয় চিকিৎসাধীন রোগী ৫৫ হাজার ১৭৭ জন।