Khaleda Zia: ফের সিসিইউ-তে খালেদা জিয়া

BNP Chairperson: খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়েছে। তাই মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাঁকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে বিশেষ পর্যবেক্ষণে রেখে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে।

Khaleda Zia: ফের সিসিইউ-তে খালেদা জিয়া
খালেদা জিয়া। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 8:14 PM

ঢাকা: ফের শারীরিক অবস্থার অবনতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার (Khaleda Zia)। সোমবার ফের তাঁকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (CCU) স্থানান্তরিত করা হয়েছে। ঢাকার বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক কিছু জটিলতা বেড়েছে। তাই মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাঁকে কেবিন থেকে জরুরি ভিত্তিতে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে বিশেষ পর্যবেক্ষণে রেখে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করা হচ্ছে।

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া। গত ২৭ অক্টোবর তাঁর অস্ত্রোপচার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এসে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তাঁর রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর থেকে ওই চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় রেখে খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। তাঁরা অন্তত ৪ সপ্তাহ খআলেদা জিয়াকে বিশেষ পর্যবেক্ষণ রাখার পরামর্শ দিয়েছিলেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ৪ সপ্তাহ পর খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু, এদিন সন্ধ্যায় হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হন। পরে ২০২০ সালে তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান। তবে গত ৯ অগস্ট থেকে ঢাকার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি চেয়ে হাসিনা সরকারের কাছে আবেদন জানায় খালেদা জিয়ার পরিবার ও বিএনপি। কিন্তু, এখনও পর্যন্ত অনুমতি মেলেনি। যার প্রতিবাদে আন্দোলনও করেছে বিএনপি কর্মী-সমর্থকেরা।