Bangladesh: প্রথম ‘মেইড ইন বাংলাদেশ উইকের’ অপেক্ষায় ঢাকা, অংশ নিচ্ছে ভারতীয় সংস্থাও
Made in Bangladesh Week: আগামী ১২ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে হতে চলেছে প্রথম ‘মেইড ইন বাংলাদেশ উইক’। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে তুলে ধরা হবে বাংলাদেশের বস্ত্র শিল্পের সম্ভবনা ও অগ্রসরতার কথা।
ঢাকা: আগামী ১২ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে হতে চলেছে প্রথম ‘মেইড ইন বাংলাদেশ উইক’। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে তুলে ধরা হবে বাংলাদেশের বস্ত্র শিল্পের সম্ভবনা ও অগ্রসরতার কথা। বস্ত্র বুনন ও তৈরী পোষাকের বহু ভারতীয় সংস্থাও অংশ নেবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ। পোশাক ও বস্ত্র বুনন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই কর্মসূচিতে। এছাড়া, ‘লক্ষ্যমাত্রা ২০৩০’ প্রদর্শনীর পাশাপাশি থাকছে স্পোর্টস কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সভা-সেমিনার।
১২ নভেম্বর থেকে এই সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হলেও, ১৩ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশের পোশাক রপ্তাণীকারক সংগঠন, ‘বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’বা বিজিএমইএ-র প্রেসিডেন্ট ফারুক হাসান জানিয়েছেন, পোশাক ও বুনন শিল্প বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পক্ষেত্র। এই খাতে সরাসরি যুক্ত আছেন প্রায় এক কোটি মানুষ। সব মিলিয়ে এই ক্ষেত্রে বিভিন্নভাবে কর্মসংস্থান হয় প্রায় পাঁচ কোটি মানুষের।
বিজিএমইএ-র আরও সভাপতি জানিয়েছেন, তৈরী পোষাক রফতানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তবে খুব শিগগিরি এই ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থান দখল করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যে, ডেনিম বা জিন্সের তৈরি পণ্য রফতানিতে আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে নিয়েছে। ফারুক হাসান বলেছেন, “কীভাবে এটা সম্ভব হয়েছে এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ কিভাবে এগোবে, ‘মেইড ইন বাংলাদেশ উইক’-এ সেই সব বিষয়ই তুলে ধরা হবে। এই ক্ষেত্রে ভারতই সবথেকে বড় উন্নয়ন অংশীদার।”